ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনায় মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশিকা তৈরির জন্য আরও চার সপ্তাহ সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানালো কেন্দ্র। আদালতের পূর্ব নির্দেশ মতো এই নির্দেশিকা জমা দেওয়ার শেষ দিন আগামী ১১ অগাস্ট।
করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার একটি গাইডলাইন তৈরি করার জন্য কেন্দ্রকে ৬ সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট। এই গাইডলাইন মেনেই স্থির করা হবে কারা ক্ষতিপূরণ পাবেন। একই সঙ্গে ওই গাইডলাইনে স্থির করা হবে ক্ষতিপূরণের মুল্য।
সে সময়সীমা শেষ হওয়ার আগেই শীর্ষ আদালতে কেন্দ্র জানালো যে, জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ এই নির্দেশিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে তবে তা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। সেক্ষেত্রে চূড়ান্ত নির্দেশিকা তৈরি করতে আরও কিছু পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের প্রয়োজন রয়েছে তাদের।
আরও পড়ুনঃ কৃষি আইন বিরোধী আন্দোলনে কোনো মৃত্যুর তথ্য নেই, নেই ক্ষতিপূরণের প্রশ্নওঃ কৃষিমন্ত্রী তোমর
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার মন্ত্রক জানিয়েছে মোট ৪ লক্ষ ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়, তবে এই সংখ্যা মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে। তবে এর আগের নির্দেশে আদালত জানিয়েছিল যে নির্দেশিকা তৈরির ক্ষেত্রে মনে রাখতে হবে করোনায় যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের যেন যথাযথ ডেথ সার্টিফিকেট দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584