ব্রেকিং নিউজঃজাস্টিস এস মুরলীধরকে বদলির নোটিশ কেন্দ্রের

0
3900

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

কেন্দ্র সরকার বুধবার রাতে জাস্টিস এস মুরলীধরের দিল্লি হাইকোর্ট থেকে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে বদলির নির্দেশিকা জারি করল।

সেই নোটিশ (ছবি সৌজন্যেঃ টুইটার)

গত ১২ই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি এস এস বোবদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের কলোজিয়ামের সভায় জাস্টিস এস মুরলীধরের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেই সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পরই দিল্লি হাইকোর্টের বার এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি সভা ডেকে নিন্দা প্রস্তাব পাস করে। ডাক দেওয়া হয় কর্ম বিরতিরও।

বিশেষ ভাবে উল্লেখ্য, দিল্লি দাঙ্গায় আহতদের চিকিৎসার জন্য নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়ার আবেদনে সাড়া দিয়ে বুধবার মাঝরাতে জরুরী ভিত্তিতে নিজের
বাড়িতেই শুনানির ব্যবস্থা করেন জাস্টিস এস মুরলীধর।প্রয়়োজনীয় নির্দেশ দেন দিল্লি পুলিশকে। বুধবার সকালে আদালত খুলতেই হিংসা-বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপি নেতা কপিল মিশ্রা, অনুরাগ ঠাকুর এবং পরবেশ বর্মা’র নামে এফআইআর দায়ের করানোর নির্দেশ দেন। দিল্লি পুলিশকে নিজের দায়িত্ব যথাযথ ভাবে পালনের কথাও মনে করিয়ে দেন।

২০০৬ সালে জাস্টিস এস মুরলীধর দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসাবে উন্নীত হন। তিনি হামিরপুরা কেসে বেশ কয়েকজন অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, শিখ বিরোধী দাঙ্গায় অভিযুক্ত সজ্জন কুমারকে অভিযুক্ত করা, ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত সমাজকর্মী গৌতম নাভলাখাঁ’র ট্রানজিট রিমান্ড তুলে নেওয়ার মত বেশ কিছু ঐতিহাসিক রায় দান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here