‘প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তালিবান’, সর্বদলীয় বৈঠকে জানাল কেন্দ্র

0
92

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

আফগানিস্তান ইস্যুতে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্র। এই বৈঠকে আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করে আনা থেকে শুরু করে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি – এই সম্পূর্ণ বিষয়টি জানানো হয় সব রাজনৈতিক দলের নেতাদের। জয়শঙ্কর। সংসদ ভবনে বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে পৌরহিত্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Centre on Afganistan
সৌজন্যেঃ হিন্দুস্তান টাইমস

এই বৈঠকে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, গত ১৫ অগস্ট থেকে এখনও অবধি ৮০০ জনেরও বেশি নাগরিককে আফগানিস্তান থেকে উদ্ধার করে আনা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক। তবে ভারতীয় ছাড়াও রয়েছেন বেশ কিছু আফগান শিখ ও হিন্দু। আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করার যে বিশেষ কর্মসূচি তার নাম দেওয়া হয়েছে “অপারেশন দেবি শক্তি”একথাও বলেন বিদেশ মন্ত্রী। ভারত সহ আমেরিকা, রাশিয়া, চিনের মতো বাকি দেশগুলি কীভাবে উদ্ধারকার্য চালাচ্ছে, তার সমস্ত তথ্য এদিন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানানো হয়।

আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কী রকম থাকবে, তা আগামি দিনের পরিস্থিতির উপরই নির্ভর করবে বলে জানান বিদেশমন্ত্রী। তবে, আফগানিস্তানে ৫০০-রও বেশি উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে ভারত কাজেই সে বিষয়েও পর্যালোচনার প্রয়োজন বলে জানান তিনি। পাশাপাশি কেন্দ্র যে এই মুহূর্তে সব থেকে বেশী গুরুত্ব দিচ্ছে উদ্ধারকাজে একথা জানিয়েছেন বিদেশ মন্ত্রী এস জয়শংকর।

আরও পড়ুনঃ মহাশ্বেতা দেবীর লেখা ‘দ্রৌপদী’ সিলেবাস থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের

দীর্ঘ দিন ধরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ও প্রতিবেশী দেশগুলিতে শান্তি ফেরাতে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তালিবানদের সাথে হওয়া ‘দোহা চুক্তি’ তালিবানরা ভঙ্গ করেছে বলেই জানিয়েছেন বিদেশমন্ত্রী। মার্কিন ও ন্যাটো বাহিনী সেনা প্রত্যাহার করলেও তালিবানরা শান্তি চুক্তি বজায় রাখতে ব্যর্থ বলেই উল্লেখ করে কেন্দ্র।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের কলোজ়িয়ামের পাঠানো তালিকাতেই সায় কেন্দ্রের, প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে দেশ

কেন্দ্রের তরফ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, পিযূষ গয়াল, প্রহ্লাদ যোশী, মুখতার আব্বাস নকভি, ভি মুরলীধরন ও মীনাক্ষী লেখি। বিরোধী দলগুলির পক্ষ থেকে কংগ্রেসের তরফে হাজির ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের তরফ থেকে উপস্থিত ছিলেন সুখেন্দু শেখর রায় ও সৌগত রায়। ছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, ডিএমকে নেতা টিআর বালু ও প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া।

বিরোধীদের বক্তব্য শোনার জন্য একটি প্রশ্নোত্তর পর্ব এদিনের বৈঠকে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে সমালোচনার বদলে সমস্ত বিরোধী নেতারাই ভারতীয়দের উদ্ধার ও গোটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here