কৃষি আইন বিরোধী আন্দোলনে কোনো মৃত্যুর তথ্য নেই, নেই ক্ষতিপূরণের প্রশ্নওঃ কৃষিমন্ত্রী তোমর

0
54

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

মোদী সরকারের আনা তিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কত জন কৃষকের মৃত্যু হয়েছে সে বিষয়ে কোন তথ্য নেই কেন্দ্রের কাছে। অতএব তাঁদের ক্ষতিপূরণ দেওয়ারও প্রশ্ন নেই। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর।

Narendra Singh Tomar
নরেন্দ্র সিং তোমর। ছবি: সংগৃহীত

নয়া কৃষি আইনের বিরোধিতায় দিল্লির সীমানায় দীর্ঘ কয়েকমাস ধরে চলতে থাকা এই আন্দোলনে একাধিক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংসদে কৃষিমন্ত্রীকে এবিষয়ে প্রশ্ন করা হয় উত্তরে তিনি এই উত্তর দেন। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের লাগাতার আন্দোলন নিয়ে সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছে বিজেপি-বিরোধী সব দলগুলি। কিন্তু সরকারের দাবি, মৃত্যু সম্পর্কে কোন তথ্য না থাকায় ক্ষতিপূরণের কথা বিবেচনাই করবে না কেন্দ্র।

আরও পড়ুনঃ “অক্সিজেনের অভাবে দ্বিতীয় ঢেউয়ে কোনও মৃত্যু হয়নি”, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে নোটিশ আনছে কংগ্রেস

পাশাপাশি কৃষিমন্ত্রী এও জানান কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনার সময়ে কৃষক নেতাদের সরকারি তরফে অনুরোধ করা হয়েছিল, শীতের সময়ে, বিশেষ করে কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিশু ও বৃদ্ধদের আন্দোলনস্থল থেকে বাড়িতে ফিরে যাওয়ার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন, আইনশৃঙ্খলা রাজ্য তালিকাভুক্ত বিষয়, তাই এই ধরনের মৃত্যু নিয়ে কেন্দ্রীয় সরকার কোনও তথ্য রাখে না।

আরও পড়ুনঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বামপন্থী সন্ত্রাসবাদকে উস্কানি দেয়, ব্যান করা হোক ভারতেঃ অসম মুখ্যমন্ত্রী

অন্যদিকে পঞ্জাবে বিধানসভা নির্বাচন আসন্ন এবং কৃষক আন্দোলন সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ঘোষণা করেছেন মৃত কৃষকদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা। তিনি জানিয়েছেন, ১৯১টি পরিবারকে ইতিমধ্যেই এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অন্যদিকে, অকালি দল দাবি করেছে, আন্দোলনরত অবস্থায় প্রায় সাড়ে পাঁচশো কৃষকের মৃত্যু হয়েছে। অকালি দল ক্ষমতায় এলে মৃতের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া হবে, সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেবে সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here