স্কুল খোলার ব্যাপারে অভিভাবকদের মতামত চাইল কেন্দ্র

0
343

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

দেশে স্কুল কবে খোলা হবে এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে চিঠি পাঠিয়ে অভিভাবকদের মতামত চাইল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

এছাড়াও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ও স্বাক্ষরতা দফতর থেকে  স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তারা কি কি প্রয়োজনীয় ব্যবস্থাপনা চাইছেন সে সম্বন্ধে অভিভাবকদের মতামত চাওয়া হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এডুকেশন সেক্রেটারিদের এই ফিডব্যাক আজ ২০ই জুলাইয়ের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে জানতে চাওয়া হয়েছে যে আগস্ট সেপ্টেম্বর না অক্টোবর- কোন মাসে স্কুল খোলার পক্ষে অবিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের কাছে কি কি ব্যবস্থাপনা প্রত্যাশা করছেন অভিভাবকরা সেই তথ্যও জোগাড় করতে হবে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে।

করোনা পরিস্থিতির জেরে গত মার্চ মাসের শেষের দিকে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন থেকেই দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ইতিমধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাস ৩০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে অনলাইন ক্লাসের উপরও। এবার চাওয়া হল অভিভাবকদের মতামত। কিন্তু এত স্বল্প সময়ের মধ্যে অভিভাবকদের মতামত কিভাবে পৌঁছাবে সে নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here