নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
আগামী ৩০ সেপ্টেম্বর হাই ভোল্টেজ লড়াই ভবানীপুরে। উপনির্বাচনের প্রচার ঘিরে তিন দলেই তুমুল ব্যস্ততা। বুধবার এলাকায় প্রচারে বেরিয়ে ভবানীপুরের গুরুদ্বারে যান তৃনমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুদ্বারে উপস্থিত সকলের সঙ্গে কথাও বলেন তিনি।

এদিন গুরুদ্বারে সরাসরি কৃষক আন্দোলনের সমর্থনে কথা বললেন মমতা। শুধু কৃষক আন্দোলনকে সমর্থন করাই নয়, কেন্দ্রীয় তিন কৃষি আইনের বিরুদ্ধেও এদিন সুর চড়ান তিনি। কেন্দ্রের উচিত এই তিন কৃষি আইন অবিলম্বে বাতিল করা, এদিন গুরুদ্বার থেকে সাফ জানালেন মমতা।
We fully support the farmers' movement. The Centre should withdraw the three farm laws: West Bengal Chief Minister Mamata Banerjee at Gurudwara Sant Kutiya in Bhabanipur ahead of bypolls pic.twitter.com/NUlCpFHFIY
— ANI (@ANI) September 15, 2021
আরও পড়ুনঃ অর্জুন সিংকে ‘Z’ ক্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্র
ভবানীপুর কেন্দ্র এমনই একটি এলাকা যেখানে বহুল পরিমাণ পাঞ্জাবী ও শিখ পরিবারের বাস কয়েক প্রজন্ম ধরে। আর ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দুটি বিধানসভা নির্বাচনে জিতে আসা কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে উপনির্বাচনের প্রাক্কালে কৃষক আন্দোলনকে সোজাসুজি সমর্থন জানানো এবং কৃষি আইন বাতিলের দাবি জানানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ঘরের মেয়ে’ ইমেজকে আরো পোক্ত করলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584