নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনা টিকাকরণ বাধ্যতামূলক করা বা কোন ব্যক্তির সম্মতি ব্যতিরেকে তাঁকে টিকা দেওয়া এরকম কোন নিয়ম কেন্দ্র চালু করেনি, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানানো হল কেন্দ্রের তরফে। সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় কেন্দ্র জানিয়েছে যে, “কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকায় কোনও নির্দিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া তাকে জোর করে করোনা টিকা দেওয়ার কথা বলা হয়নি। বর্তমান অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহত্তর জনস্বার্থে করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।“
এভারা ফাউন্ডেশন নামে একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন জানায় যে, করোনা টিকা নেওয়া যদি বাধ্যতামূলক হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের টিকাকরণের জন্য তাঁদের বাড়ি গিয়ে টিকাকরণ কর্মসূচি চালু করুক কেন্দ্র। এই মামলার আবেদনের উত্তরে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানায় যে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা করোনা টিকাকরণ সংক্রান্ত নির্দেশিকায় জোর করে টিকাকরণের কথা বলা হয়নি।
আরও পড়ুনঃ ‘এমারজেন্সি করোনা ভাইরাস ল’ প্রত্যাহারের পথে বরিস জনসন, সংক্রমিতদের থাকতে হবে না আইসোলেশনে
পাশাপাশি শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের টিকাকরণ শংসা পত্র পেশ করার ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়েও কেন্দ্রের দেওয়া হলফনামায় বলা হয়েছে যে এমন কোন নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যেখানে বলা হয়েছে সর্বদা টিকাকরণের প্রমাণ সঙ্গে রাখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584