নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে সমস্ত রাজ্যকে নয়া নির্দেশিকা পাঠালো কেন্দ্র। সব রাজ্যের মুখ্যসচিবদের শনিবার চিঠি দিয়ে পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। চিঠিতে মূলত অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরিতে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারগুলিকে। এছাড়াও প্রতিটি জেলায় স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম তৈরি করে সংক্রমণ পরিস্থিতি ও স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নজর রাখতে বলা হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের চিঠিতে বলা হয়েছে, নিভৃতবাসে থাকা করোনা আক্রান্তদের উপর যাতে নজর রাখা হয়। প্রয়োজনে রোগীদের হাসপাতালে ভর্তি করা এবং ওষুধ ও অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে সব স্বাস্থ্যকর্মী তথা সামনের সারির কর্মীরা কোভিড সংক্রমণ প্রতিরোধের কাজ করছেন, প্রয়োজন মতো তাঁদের নিভৃতবাসে পাঠানোর কথাও বলা হয়েছে নির্দেশিকায়।
Union Health Secretary Rajesh Bhushan writes to chief secretaries of all States/UTs on measures to deal with a possible surge in COVID cases; advises them to initiate process of setting up makeshift hospitals & constitute special teams to monitor patients in home isolation pic.twitter.com/NNWJiLsmon
— ANI (@ANI) January 1, 2022
অন্যান্য রাজ্যের মতই পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের চিঠিতে আরো বলা হয়েছে যে, প্রয়োজন পড়লে রাজ্য সরকারগুলি যাতে সরকারি বা বেসরকারি হাসপাতালের নিকটবর্তী হোটেলগুলি ব্যবহার করে।
আরও পড়ুনঃ দেড় হাজার পেরোল দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, ২১ শতাংশ বৃদ্ধি করোনা সংক্রমণেও
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584