ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-
চতুর্থ টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ৯৯ রানে ‘নো বল’ এ জীবন পেয়ে ওয়ার্নার করেন ১০৩ রান। এছাড়া অধিনায়ক স্টিভ স্মিথের অপরাজিত ৬৫ রানের উপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৪৪ রান করেছে অস্ট্রেলিয়া।
দলীয় ১২২ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২৬ রানে থাকা বেনক্রফটকে ফিরিয়ে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ডানহাতি পেসার ক্রিস ওকস্। বেনক্রফট ফিরলেও দুর্দান্ত ব্যাটিং করে টেস্ট কেরিয়ারের ২১তম সেঞ্চুরির পথেই হাটছিলেন ওয়ার্নার। কিন্তু ৪১তম ওভারের পঞ্চম বলে ব্যক্তিগত ৯৯ রানে ইংল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার টম কারানের হাতে বল তুলে দেন তিনি। আউট হয়ে প্যাভিলিয়নের পথে যখন হাঁটা দেন ওয়ার্নার, তখনই ওয়ার্নারকে থামিয়ে দেন অন ফিল্ডের দুই আম্পায়ার। কারণ দেখা যায় বলটি নো ছিল।
ফলে ৯৯ রানে জীবন পেয়ে কারানের পরের ডেলিভারিতেই লেগ সাইডে ফ্লিক করে ১ রান নিয়ে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। তবে ইনিংসটা বড় করতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটসম্যান। দলীয় ১৩৫ রানে ওয়ার্নারের বিদায়ের পর দলের হাল ধরেন উসমান খোয়াজা ও অধিনায়ক স্মিথ। খোয়াজাকে ব্যক্তিগত ১৭ রানে থামিয়ে দিয়ে ইংল্যান্ডকে তৃতীয় সাফল্য এনে দেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
দিনের শেষে টেস্ট কেরিয়ারের ২২তম হাফ-সেঞ্চুরি তুলে ৬৫ রানে অপরাজিত থাকেন স্মিথ। অন্যপ্রান্তে ৩১ রানে অপরাজিত আছেন মার্শ। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস ১টি করে উইকেট নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584