নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনাতে আর্থিক মন্দা, তার প্রভাব সর্বত্র। এবার কলকাতা লীগ স্পনসর সমস্যার কারণে অনিশ্চিত। আইএফএ সূত্রে এমনি খবর। আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে চান নি।
তবে শোনা যাচ্ছে ডিসেম্বর মাসে ঘরোয়া লীগ করতে এখনও কোনো স্পনসর উৎসাহ দেখায় নি। গতবারই অফিসার চয়েসের সঙ্গে চুক্তি শেষ হয় আইএফএ’র। আর প্রাক্তন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়র সংস্থা আর স্পনসর করতে কলকাতা লীগে রাজি নয়। কোনো টিভি সম্প্রচারকারী সংস্থাও এগিয়ে আসে নি এখনও লীগ দেখানোর জন্য।
আরও পড়ুনঃ তিনি সুস্থ, গুজব ওড়ালেন টুটু বসু
অন্যদিকে এটিকে-মোহনবাগান দল ডিসেম্বর মাসে গোয়াতে থাকবে আইএসএল খেলতে। তাঁদের সমস্যার কথা ভেবে লীগ ফেব্রুয়ারী মাসের শেষের দিকে করাতে চাই আইএফএ তখন করোনার প্রকপও কমতে পারে, স্পনসরও আসতে পারে। মোহনবাগান দলকেও পাওয়া যাবে তাই এই বছর কলকাতা লীগ হচ্ছে না সেটা পরিষ্কার। আর পরের বছর ফেব্রুয়ারীতে লীগ হলে যে জুলাই মাসে ফের লীগ হবে সেটা এক প্রকার অসম্ভব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584