বংশ রক্ষার তাগিদে আজও দুর্গা পুজাে করে চলেছে ক্ষীরপাইয়ের চক্রবর্তী পরিবার

0
60

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পরিবারের দুর্গা পুজো। বর্তমানে আগের মত পুজোতে জৌলুস না থাকলেও এখনও সেই পুজো টিকিয়ে রেখেছে তারা।

temple | newsfront.co
নিজস্ব চিত্র

চক্রবর্তী পরিবার সূত্রে খবর, তাদের পূর্বপুরুষ লক্ষীকান্ত চক্রবর্তী ছিলেন একজন জমিদার, প্রায় ১০০ বিঘের মত সম্পত্তি ছিল তার। তখন নিজের আভিজাত্য বজায় রাখতে তিনি দুর্গাপুজো শুরু করেন। কিন্তু কালক্রমে সম্পত্তি হাত ছাড়া হতে থাকে, এক সময় একেবারে দারিদ্রতায় দিন কাটতে শুরু করে এই পরিবারের। বন্ধ হয়ে যায় পুজো, মায়ের স্বপ্নাদেশে আবার শুরু হয় পুজো।

woman | newsfront.co
কাজল চক্রবর্তী। নিজস্ব চিত্র

পরিবারের সদস্যরা নিজের জমানো পয়সা কেউবা টিউশনি করে বর্তমানে পুজোকে টিকিয়ে রেখেছে। পরিবারের ইতিহাস সূত্রে জানাযায় এই পরিবারের এক সদস্য নিবারণ চক্রবর্তীর আমলে একসময় পুজো বন্ধ হয়ে যায়, তাই সেই সময় নিবারণ চক্রবর্তীর ছেলে ধর্মদাস চক্রবর্তী দুর্গাপুজো বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ মাদারিহাটে স্বাধীনতা সংগ্রামী মানিক ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন

তখন মা দুর্গা নাকি স্বপ্ন দেন, যদি তোরা পুজো বন্ধ করে দিস তোদের বংশ ধ্বংস হয়ে যাবে, বংশের বাতি জ্বালাতে কেউ থাকবে না। ফলে বংশ রক্ষার তাগিদে ফের পুজো শুরু করেন তারা।

বর্তমানে এই চক্রবর্তী পরিবারের নুন আনতে পান্তা ফুরায় মত অবস্থা, তার পরেও কেউবা টিউশনি করে কেউবা জমানো অর্থ দিয়ে এই পুজোকে আজও তারা চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র বংশকে রক্ষা করার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here