স্পোর্টস ডেস্কঃ
ভারতের জন্য শেষ দুদিন অপেক্ষা করছে বিরাট চ্যালেঞ্জ।কারণ শেষ ইনিংসে পার্থের এই উইকেটে ব্যাট করা খুব কষ্টকর। ইতিমধ্যে বল ওঠা-নামা করছে।ফিঞ্চ ইতিমধ্যে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন।

তবে আস্তে আস্তে উত্তেজনার দিকে গড়াচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্ৰহ ৪ উইকেটে ১৩২। তার আগে ভারত প্রথম ইনিংসে ২৮৩ রানে শেষ হয়ে যায়। অর্থাৎ দিনের শেষে অস্ট্রেলিয়ার লিড ১৭৫ রানের।তাই এই টেস্টের বাকি দুটো দিন উত্তেজনাকর হয়ে উঠতে চলেছে বলে আশা করা যায়।লাঞ্চের আগে বিরাট কোহলির সেঞ্চুরি করে আউট হওয়ার পর আর বেশি দুর এগোতে পারেনি ভারত। উল্লেখযোগ্য বলতে ঋষভ প্যান্টের ৩৬। ভারত অল আউট হয়ে যায় ২৮৩ রানে। অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ন ৫টি, মিচেল স্টার্ক ২টি ও জস হ্যাজেলউড ২টি উইকেট তুলে নেন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে ৪ উইকেটে ১৩২ রান তোলে। ভারতের হয়ে মহম্মদ শামি ২টি , বুমরাহ ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট নেন।

এখন যা অবস্থা শীঘ্রই অস্ট্রেলিয়াকে অল আউট না করতে পারলে ভারতের কপালে কষ্ট আছে। কারণ লিড ইতিমধ্যে ১৭৫ রানের হয়ে গেছে। তবে এটা বলাই বাহুল্য যে আমাদের জন্য শেষ দুদিন এক উত্তেজনাকর ক্রিকেট অপেক্ষা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584