মানুষকে পাশে থাকার আহ্বান জানিয়ে ত্রুটিমুক্ত হওয়ার চ্যালেঞ্জ সৌরভের

0
61

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

 challenge of Sourav to  getting rid of the Flaw
নিজস্ব চিত্র

জনসাধারনের কাছে ভুল স্বীকার করে হাত জোড় করে ক্ষমা চাইলেন তৃনমুল নেতা ডঃ সৌরভ চক্রবর্তী।

মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা তৃনমুল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে জনতার কাছে দলের তরফ থেকে দলের নেতা,কর্মীদের হয়েও ক্ষমা চাইলেন জলপাইগুড়ি জেলা তৃনমুল সভাপতি তথা আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী।

 challenge of Sourav to  getting rid of the Flaw
সাংবাদিক সম্মেলনে ডঃ সৌরভ চক্রবর্তী।নিজস্ব চিত্র

এদিন সৌরভ সাংবাদিক সম্মেলনে বিনয়ের সাথে বলেন,যদি আমাদের কোন ভুল হয়ে থাকে নৈতিক ভাবে আমরা সে ভুল স্বীকার করে নিচ্ছি।মানুষের কাছে ক্ষমা চাইছি।যদি আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকেন,সাহস জোগান তবে চ্যালেঞ্জ করছি আমরা আমাদের ত্রুটি সংশোধন করে নেব।এদিন সৌরভ আলিপুরদুয়ার কেন্দ্রে জয়ী বিজেপি সাংসদ জন বারলা প্রসঙ্গে বলেন আজ এমন এক জন মানুষ জয়ী হয়েছেন যিনি গোর্খাল্যান্ডের দাবীদার। যারা গড়তে নয় ভাঙ্গতে জানে।

আরও পড়ুনঃ সাংবাদিক বৈঠকে দলের ভোট বিপর্যয়ের জন্য সংবাদমাধ্যমকেই দুষলেন সুজন

বিজেপি জয়ের পরেই জেলায় জেলায় আমাদের দলীয় পার্টি অফিস দখল করতে শুরু করেছে।জলপাইগুড়ি জেলায় দশটির বেশি দলীয় কার্যালয় বিজেপির থেকে দখলমুক্ত করেছি।আলিপুরদুয়ারে দুটি পার্টি অফিস দখল মুক্ত করা হয়েছে।২ তারিখের পর থেকে ময়দানে নেমে বাকি দখল হয়ে যাওয়া দলীয় অফিস গুলো দখল মুক্ত করবো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here