ফের মুখভার আকাশের, কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা

0
54

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

শুক্রবার প্রায় সারাদিনই আকাশ ছিল মেঘলা। শনিবার সারাদিনে আবহাওয়ার একটুও বদল হয়নি। শনিবার সকাল থেকে ফের মুখভার করে আছে আকাশ। সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ছিঁটেফোঁটা বৃষ্টিও। সঙ্গে রয়েছে ঠান্ডা হাওয়ার দাপট।

মুখভার করা আকাশ। চিত্র সৌজন্যঃ টাইমস অফ ইন্ডিয়া

আবহাওয়া দফতর সূত্রের পূর্বাভাস, এই বৃষ্টির ফলে নামতে পারে পারদ। আগামী ২৪ ঘন্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকবে। পরশু থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতে তাপমাত্রা অনেকটাই কমবে।

দেবপ্রিয় রায়, আবহাওয়াবিদ। নিজস্ব চিত্র

কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি এবং পার্শ্ববর্তী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে নামবে বলে হাওয়া অফিস জানিয়েছে। আগামী পাঁচ দিন শীতের আমেজ বজায় থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।

আজকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সামান্য হাল্কা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনওরকম পশ্চিমি ঝঞ্জার সম্ভাবনা নেই বলে জানালেন আবহাওয়াবিদ দেবপ্রিয় রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here