শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আগে থেকেই আচার্যের কর্তব্য রাজ্যের সমস্ত উপাচার্যদের ভার্চুয়াল কনফারেন্সের বিষয়ে জানিয়ে রেখেছিলেন রাজ্যপাল। কিন্তু তা সত্ত্বেও বুধবার রাজ্যপাল তথা আচার্যের ডাকা ‘ভার্চুয়াল কনফারেন্সে’ যোগ দিলেন না রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যরা। কনফারেন্সের আগেই এই বিষযে উপাচার্য পরিষদের তরফে স্পষ্ট করে অবস্থান জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যপাল তথা আচার্য হয়েও উপাচার্যদের অনীহায় যারপরনাই ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড়।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য করোনা আবহে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা স্থগিত রাখলেও ইউজিসি পরীক্ষা নেওয়ার জন্য সবুজ সংকেত দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালও রাজ্যের ছাত্র-ছাত্রীদের প্রতি পাশে থাকার বার্তা দিয়ে সহমর্মিতা প্রকাশ করেছিলেন।বিশ্ববিদ্যালয়গুলি করোনা আবহে পরীক্ষা তথা ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চেয়ে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করার কথা জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে কীভাবে ভর্তি একাদশ শ্রেণিতে, জানালেন শিক্ষামন্ত্রী
সম্প্রতি গত সপ্তাহে সেই ভার্চুয়াল কনফারেন্স হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় আবারও বুধবার সেই ভার্চুয়াল কনফারেন্স করার কথা নিজেই জানান রাজ্যপাল। শুধু তাই নয়, রাজভবনের তরফে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠিও পাঠানো হয় এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু উপাচার্য পরিষদের তরফ মঙ্গলবার রাতেই অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল, ভার্চুয়াল কনফারেন্সে তারা যোগ দিচ্ছেন না।
আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত মৃত আধিকারিকের সন্তান, বেডের অপেক্ষায় পরিবার
তাদের দাবি, আমাদের সঙ্গে রাজ্যপালের কোনও বিরোধ নেই। আমরা উচ্চ শিক্ষা দপ্তরের তরফে তৈরি করা বিধি মেনে চলতে দায়বদ্ধ। রাজ্যপালের যেভাবে আমন্ত্রণ জানানো উচিত ছিল তা উনি করেননি। উচ্চশিক্ষা দফতর মারফত এই আমন্ত্রণ আসা উচিত ছিল। সেটা হযনি। সেই কারণেই আমরা ভার্চুয়াল কনফারেন্সে যোগ দিইনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584