সায়নিকা সরকার, মালদহঃ
লকডাউনের মধ্যেই খুশির ইদ উৎসব পড়েছে। কিন্তু লকডাউনে কাজ হারিয়ে দু বেলা যে পেটপুরে খাবেন তারও সংস্থান নেই দুঃস্থ মানুষদের। ফলে উৎসবে যাতে দুমুঠো খাবারের অভাব না হয় সেজন্য ফের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল মালদহের চাঁচলের স্বেচ্ছাসেবী সংস্থা চাঁচলের খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতি।
শনিবার রতুয়ার চাতোরে শিবির করে ওই ত্রান বিলি করেন সংস্থার সদস্যরা। এদিন ৫০০ জন দুঃস্থ বাসিন্দাকে ২৫ কিলোগ্রাম করে চাল দেওয়া হয়। ইদের মুখে ওই খাদ্য সামগ্রী পেয়ে দুশ্চিন্তা দূর হওয়ায় খুশি গরিব মানুষেরা। এর আগে রতুয়ার মাগুড়া এলাকায় ১৫০ জন দুঃস্থকে একমাসের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিল আজাদ গ্রাম উন্নয়ন সমিতি।
আরও পড়ুনঃ সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়ে র্যালি পুলিশ-ব্যবসায়ীদের
পরে চাঁচলের খানপুরে শিবির করে ৭০ জন দুঃস্থ মানুষকে খাদ্য সামগ্রী দেন তারা। আর শনিবার তুলে দিলেন ২৫ কিলোগ্রাম করে চাল। সামাজিক দূরত্ব বিধি মেনে এদিন তাদের হাতে ওই চাল তুলে দেন সংস্থার সদস্যরা। চাঁচলের খানপুর আজাদ গ্রাম উন্নয়ন সমিতির সম্পাদক আব্দুর রশিদ জানিয়েছেন, এখন সঙ্কটের সময়। প্রশাসন দুঃস্থদের নানাভাবে সাহায্য করছে। পাশাপাশি আমরাও তাদের যথাসাধ্য সাহায্য করে চলেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584