‘কেন মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হল না?’ সিএএ নিয়ে প্রশ্ন নেতাজি পৌত্রর

0
77

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

chandakum basu | newsfront.co
চন্দ্রকুমার বসু। চিত্র সৌজন্যঃ ফ্রি প্রেস জার্নাল

সিএএ-এর সমর্থনে বিজেপি যখন বিভিন্ন পদযাত্রা করতে ব্যস্ত, তখন দলের মধ্যে থেকেই একজন সদস্য সিএএ-র বিরুদ্ধে প্রশ্ন তুললেন। সিএএ-তে কেন মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি এই নিয়ে প্রশ্ন করলেন রাজ্য বিজেপি-র সহ-সভাপতি তথা নেতাজির নাতি চন্দ্রকুমার বসু।

এ দিন সিএএ সম্পর্কিত বেশ কয়েকটি টুইট করেন তিনি। টুইটে লিখেছেন, “সিএএ-২০১৯ যদি কোনও ধর্মকেন্দ্রিক না হয়, তাহলে কেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান জৈন ও পার্সিদের কথা উল্লেখ রয়েছে? কেন মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হল না? আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে।”

আরও পড়ুনঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হওয়ার পথে অজিত পাওয়ার

তাঁর যুক্তি, ‘মুসলিমরা যদি নিজেদের দেশে অত্যাচারিত না হন, তাহলে তাঁরা এ দেশে আসতেন না। তাই তাঁদের অন্তর্ভুক্ত করায় কোনও ক্ষতি নেই। তা ছাড়া এই ধারনা সম্পূর্ণ সত্যিও নয়। কারণ, পাকিস্তান ও আফগানিস্তানের বালুচ, আহদিয়াদের কী অবস্থা?’

পাশাপাশি অন্য একটি টুইটে তিনি লিখেছেন, ‘অন্য কোনও দেশের সঙ্গে ভারতের তুলনা চলে না। এদেশ সব ধর্মের জন্য উন্মুক্ত।’

বলা বাহুল্য এক এক করে বিভিন্ন শিবিরে বিজেপি যখন গদি হারাতে বসেছে, এরকম সময়ে বিজেপি নেতা চন্দ্রকুমার বসুর এই টুইটে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here