নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সন্ধ্যার পর একা রাস্তায় না বেরলে ধর্ষণের ঘটনাই ঘটত না- উত্তরপ্রদেশের বদায়ুনের নৃশংস গণধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে এহেন বিতর্কিত মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা চন্দ্রমুখী দেবী। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
গতকাল, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বদায়ুনে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল।
BIZARRE: NCW member Chandramukhi lectures women on timings of them venturing out, says the Badaun incident wouldn’t have happened had the women not gone out alone in EVENING!
She was sent by NCW to visit the kin of victim in Badaun. pic.twitter.com/jUpltuBtea
— Prashant Kumar (@scribe_prashant) January 7, 2021
পরিবারের সঙ্গে দেখা করার পর চন্দ্রমুখী দেবী বলেন, বছর ৫০-এর ওই মহিলা যদি সন্ধ্যায় রাস্তায় না বেরোতেন, তা হলে এমন ঘটনা কখনোই ঘটত না। জাতীয় মহিলা কমিশনের সদস্যার এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক।
আরও পড়ুনঃ আত্মজীবনীতে যোগ্যতার কথা স্বীকার করেও মোদীকে ‘স্বৈরতন্ত্রী’ বলে উল্লেখ প্রণবের
একজন মহিলার সব সময় বিবেচনা করে দেখা উচিত, কখন তিনি বেরোবেন। বিতর্ক শুরু হতেই কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা টুইটারে লেখেন, আমি জানি না কেন এবং কীভাবে কমিশনের ওই সদস্য এমন মন্তব্য করলেন। নিজের ইচ্ছামতো যে কেউ যখন খুশি বেরোতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584