ঈশান বলেছিল একদিন কাঁপিয়ে দেব- পুত্রের মনস্কামনা জানালেন পিতা

0
228

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

একসঙ্গে বাংলা থেকে তিন জন যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে শেষবার কবে বাংলা থেকে তিনজন একটা সফরে যাচ্ছে সেটা দেখতে গেলে উইকি পিডিয়া দেখতে হবে। মহম্মদ সামি ও ঋদ্ধিমান সাহার সঙ্গে অতিরিক্ত হিসেবে যাচ্ছেন চন্দননগর এক্সপ্রেস বাংলার ঈশান পোড়েল।

Chandranath Porel | newsfront.co
চন্দ্রনাথ পোড়েল

ঈশানের বাবা চন্দ্রনাথ পোড়েল উচ্ছ্বাসের সুরে নিউজ ফ্রন্টকে জানান, ‘ও খুব পরিশ্রমী ছেলে যখন সুযোগ পাচ্ছিল না তখনও একবারের জন্যও ভেঙে পড়েনি নিজে খেটেছে। আমাকে বলতো দেখবে বাবা আমি ঠিক কাঁপিয়ে দেবো। এখনও কাঁপানোর পরিস্তিতি হয়নি।

আরও পড়ুনঃ প্রকাশ হল ভারত-অস্ট্রেলিয়ার সূচি

তবুও আইপিএলে সুযোগ না পেয়ে ঘরোয়া ক্রিকেট ও ভারতীয় দলে ভাল পারফরমেন্স করে দলে এল এটা কম কীসের? আর অস্ট্রেলিয়াতে পেস উইকেট যেটা ও পছন্দ করে ও যদি নেটে ভালো বল করতে পারে তাহলে কে বলতে পারে অস্ট্রেলিয়াতে খেলবে না! যদি সুযোগ পায় সেটাই ওকে কাজে লাগাতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here