ওয়েবডেস্কঃ
মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিয় একুশ বছর পর এমবিবিএস সিলেবাসে পরিবর্তন আসছে।

মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া(MCI) দীর্ঘ একুশ বছর পর এমবিবিএস(MBBS)-এর পাঠক্রমে পরিবর্তন আনতে চলেছে। এম সি আই সূত্রে জানা গেছে এই পরিববর্তিত পাঠক্রম পরবর্তী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০১৯ থেকে চালু হবে।

সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে সূত্রে জানা গেছে যে এমবিবিএস পাঠক্রমে মানসিক স্বাস্থ্য, অঙ্গদানে উৎসাহ , নৈতিকতা প্রভৃতি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও ACTOM অর্থাৎ রোগী ও তার আত্মীয়স্বজনের সঙ্গে কিভাবে যোগাযোগ বা কথা বলতে হবে সে বিষয়ে প্রথম বছরেই এমবিবিএস স্টুডেন্টদের পড়তে হবে।
উল্লেখ্য, ১৯৩৪ সালে এমসিআই প্রতিষ্ঠিত হয় । ১৯৫৬ সালে পুরোনো অ্যাক্টের পরিবর্তন করা হয়। তারপর ১৯৬৪, ১৯৯৩ ও ২০০১ সালে সেই অ্যাক্টে কিছু পরিবর্তন সাধন করা হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584