নিউজডেস্ক,কলকাতাঃ
বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার দেশের বৃহত্তম প্রশাসনিক পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে যে পদ্ধতিতে নিয়োগ করা হত এবার তার সাথে যুক্ত হতে চলেছে তিন মাসের ‘ফাউন্ডেশন কোর্স’। পরীক্ষার্থীদের পাশ করে এবার থেকে নিয়োগপত্র পাবার আগে তিন মাসের জন্য এই ‘ফাউন্ডেশন কোর্স’ করতে হবে।
ফাউন্ডেশন কোর্সে পরীক্ষার্থীর মূল্যাঙ্কনের ভিত্তিতেই এবার থেকে চূড়ান্ত নিয়োগপত্র পাবেন সফল চাকরি প্রার্থীরা।
প্রধানমন্ত্রী দফতর থেকে পাঠানো চিঠিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ অধিকর্তাদের কাছে এই বিষয়ে মন্তব্য চাওয়া হয়েছে।
বস্তুত উল্লেখ্য, এই মুহূর্তে ইউ পি এস সি’র নিয়ম অনুসারে চাকরি প্রার্থীরা প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ এ সফল হলে নিয়োগপত্র পেয়ে যেতেন।মেন পরীক্ষা ও ইন্টার্ভিউ এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকার ভিত্তিতেই আই এ এস আই এফ এস এবং আই পি এস’র জন্য নির্বাচিত সফল প্রার্থীদের প্রশাসনিক দক্ষতা বাড়ানোর জন্য পাঠানো হয় মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ এডমিনিষ্ট্রেশনে এবং অন্যান্য বিভাগের সফল প্রার্থীদের পাঠানো হয় মুসৌরি, হায়দ্রাবাদ এবং ভোপালের প্রশাসনিক একাডেমিগুলোতে।
বিশ্লেষকদের মতে, কেন্দ্র সরকার এই পরিবর্তনের মাধ্যমে আসলে দেশের সর্বোচ্চ প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে দলদাস নিয়োগের ব্যবস্থা করার চেষ্টা করছে।
ফিচার ছবি সংগৃহীত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584