নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সম্প্রতি বহু আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে জাতীয় সংগীতকে। এরপরই জাতীয় সংগীতে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদন থেকে এমনই তথ্য পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৩১ ডিসেম্বর দেশটির জাতীয় সংগীতে পরিবর্তন আনার কথা ঘোষণা করেন।
তাঁর এই ঘোষণার পর ১ জানুয়ারি, শুক্রবার থেকে অস্ট্রেলিয়ানরা তাঁদের জাতীয় সংগীতের একটি ভিন্ন সংস্করণ গাইবেন। জাতীয় সংগীতে অস্ট্রেলিয়াকে আর ‘ইয়াং অ্যান্ড ফ্রি’ হিসেবে অভিহিত করা হবে না। অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের শিরোনাম ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
আরও পড়ুনঃ এইচ-১বি ভিসায় নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের
আগে এই জাতীয় সংগীতে ‘ফর উই আর ইয়াং অ্যান্ড ফ্রি’ কথাটির উল্লেখ ছিল। তার পরিবর্তে দেশটির নাগিরকেরা এখন গাইবেন, ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি’।
বিবিসি সূত্রে খবর, অস্ট্রেলিয়ার আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির জাতীয় সংগীতে পরিবর্তনের এই পদক্ষেপ নেওয়া হল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, জাতীয় সংগীতে আনা পরিবর্তন দেশটিতে ঐক্যের চেতনা তৈরি করবে বলে তাঁর আশা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584