ভোটের মুখে ব্যারাকপুর, বিধাননগরে বদল পুলিশ কমিশনার

0
175

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বিধানসভা নির্বাচনের মুখে গতকাল শুক্রবারই কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মাকে বদলির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। তাঁর জায়গায় পাঁচ বছর পর ফের নগরপাল হচ্ছেন সৌমেন মিত্র। এবার সরানো হল ব্যারাকপুর ও বিধাননগরের পুলিশ কমিশনারকেও। সরানো হল মুকেশ ও মনোজ ভার্মাকে।

Manoj Kumar Verma | newsfront.co
শ্রী মনোজ কুমার ভার্মা

গত লোকসভা নির্বাচনের পর একাধিক বার অশান্ত হয়েছে বারাকপুর শিল্পাঞ্চল। মূলত ভাটপাড়া এলাকায় কাশ্মীরের মতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে মাওবাদী স্পেশ্যালিস্ট মনোজ ভার্মাকে বারাকপুরে সিপি করে পাঠানো হয়।

Shri Mukesh | newsfront.co
শ্রী মুকেশ

হাওড়ার কমিশনার কুণাল আগরওয়ালকে পাঠানো হয়েছে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে। বিধাননগর সিটি পুলিশের কমিশনার পদ থেকে সরানো হল মুকেশকে। তাঁকে বারাসত রেঞ্জের ডিআইজি পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় এলেন কলকাতার অতিরিক্ত কমিশনার সুপ্রতীম সরকার।

আরও পড়ুনঃ শোভন-বৈশাখীকে মহেশতলায় কালো পতাকা দেখানোর অভিযোগ

ব্যারাকপুরের সিপি মনোজ কুমার ভার্মাকে পাঠানো হল কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের আইজি পদে। তাঁর জায়গায় এলেন সিআইএফের এডিজি অজয় কুমার নন্দ। ডায়মন্ড হারবার কাণ্ডে কেন্দ্রের রোষানলে পড়া আইপিএস তথা প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি প্রবীণ কুমার ত্রিপাঠীকে প্রভিশনিং বিভাগে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সম্ভাবনা

প্রসঙ্গত, ভোটের মুখে গত কয়েকদিনে সরানো হয়েছে বীরভূম, পুরুলিয়ার পুলিশ সুপারকেও। তাঁর পরিবর্তে এই পদে আসেন কলকাতার ডিসি (সেন্ট্রাল) মীরাজ খালিদ। পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন এস সেলভামুরুগান। তাঁর বদলে নিয়ে আসা হয় বিশ্বজিৎ মাহাতোকে। সেলভামুরুগানকে সিআইডিতে বদলি করা হয়। সরানো হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীরকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় গৌরব শর্মাকে। পরে অবশ্য চাকরি থেকে ইস্তফা দেন হুমায়ুন কবীর।

অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিংরা মুখ্যমন্ত্রীর পছন্দের অফিসার বলে ওয়াকিবহাল মহল সূত্রের খবর। কিন্তু নির্বাচন কমিশন যদি তাঁদের ভোটের মুখে বদলি নিয়ে হস্তক্ষেপ করে তাহলে আগামী তিন বছরের মধ্যে তাঁদের পুনর্বহাল করা যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here