‘প্রথমা কাদম্বিনী’ পরিচালনার দায়িত্ব ছাড়ছেন স্বর্ণেন্দু সমাদ্দার, সরছেন লেখিকা সাহানা দত্ত’ও

0
214

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ‘প্রথমা কাদম্বিনী’। ভারতের দ্বিতীয়, বাংলার প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জীবননামা নিয়ে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে সোলাঙ্কি রায়কে। আর তাঁর স্বামী দ্বারকানাথ গাঙ্গুলির চরিত্রে হানি বাফনা।

Prathama Kadambini | newsfront.co

পিরিয়ডিক এই ড্রামাটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্বর্ণেন্দু সমাদ্দার। ‘ছিলেন’ বলার কারণ, তিনি আর ধারাবাহিকটির পরিচালনা করবেন না বলে নোটিস দিয়েছেন প্রযোজনা সংস্থা এস ভি এফ-কে। শুধু তিনিই নন, সরে যাচ্ছেন ধারাবাহিকের স্ক্রিপ্ট রাইটার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর সাহানা দত্ত’ও।

Swarnendu Sammadar | newsfront.co
স্বর্ণেন্দু সমাদ্দার, পরিচালক

সূত্রের খবর অনুযায়ী, স্বর্ণেন্দু সমাদ্দারের সরে দাঁড়ানোর কারণ পরোক্ষভাবে সাহানা দত্ত’ই। কেননা সাহানাকে নিজের দিদি বলেই মানেন তিনি। আর তাঁর সঙ্গে জুটি বেঁধেই ত্রিনয়নী, গোপাল ভাঁড়, পটলকুমার গানওয়ালা উপহার দিয়েছেন পরিচালক স্বর্ণেন্দু। দুজনের মধ্যে কাজের বোঝাপড়াটা ভাল। সেখানে সাহানা’দি সরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তিনি আর ধারাবাহিকটির সঙ্গে সেভাবে একাত্ম বোধ করতে পারবেন না বলেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ শেষ হল ‘ত্রিনয়নী’র শুটিং, মন ভাল করতে লুক চেঞ্জ শ্রুতি দাসের

সূত্রের খবর অনুযায়ী, সাহানা দত্ত’র কথায়, স্বর্ণেন্দু কেন ধারাবাহিক ছাড়ল আমি বলতে পারব না। ওদিকে জি বাংলাতেও চলছে এই একই বিষয় নিয়ে আরেকটি ধারাবাহিক ‘কাদম্বিনী’। এই নিয়েও নাকি সেই চ্যানেলের সঙ্গে চাপা অসন্তোষ চলছিল এস ভি এফ-এর। যার জের পড়ে সাহানা দত্ত’র উপরেও। তাঁর সঙ্গে মতানৈক্য শুরু হয় প্রযোজনা সংস্থার। আর তা সমাধান না হওয়াতেই এমন সিদ্ধান্ত লেখিকার।

আরও পড়ুনঃ আসছে রাশেদের ‘পিরিত’

প্রসঙ্গত, ধারাবাহিকটি শুরু হওয়ার আগে টিভি এবং সোশ্যাল মিডিয়ায় একই বিষয়ের দুটি ভিন্ন ধারাবাহিকের প্রোমো দেখে চমকে উঠেছিলেন দর্শক। অনেকে ভেবেছিলেন কাকতালীয় নাকি প্রতিযোগিতা। সেই উত্তর চ্যানেল দুটিরই দেওয়া সম্ভব। তবে, এই পরিস্থিতিতে ধারাবাহিকের দুই অবলম্বন কাজে ইস্তফা দিলে ধারাবাহিকের জনপ্রিয়তা নড়ে গেলেও যেতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর তাতে ছক্কার পর ছক্কা হাঁকিয়ে অন্য চ্যানেলের ‘কাদম্বিনী’ জনপ্রিয়তার তুঙ্গে উঠবে এমন কথা ভাবাও অমূলক নয়। আবার উল্টোটাও হতে পারে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here