নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিদেশি দেশগুলির থেকে সাহায্য নেওয়ার যে নীতি ছিল দেশের ১৬ বছর পর তাতে বদল হল। করোনার দ্বিতীয় ঢেউতে স্বাস্থ্য ক্ষেত্রে বিপর্যস্ত অবস্থা ভারতের।

ওষুধ থেকে অক্সিজেন সব কিছুর চরম সঙ্কট দেশে। এমন জটিল পরিস্থিতি সামাল দিতে এবার অক্সিজেন, ওষুধ এবং চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম সবকিছুর জন্য বিদেশী রাষ্ট্রগুলির থেকে উপহার, অনুদান এবং সাহায্য নিতে শুরু করেছে ভারত।
আরও পড়ুনঃ কুম্ভমেলা থেকে শিক্ষা নিয়ে চারধাম যাত্রা স্থগিত করল উত্তরাখন্ড সরকার
তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল পরিস্থিতি এমনই যে চিন থেকেও চিকিৎসা সামগ্রী নিতে আপত্তি নেই কেন্দ্রের। এবার চিন থেকে অক্সিজেন এবং অন্যান্য জীবনদায়ী ওষুধ কিনতে সম্মতি দিয়েছে ভারত। সাহায্যের আশ্বাস দিয়েছে পাকিস্তানও ; সেক্ষেত্রে ভারতের কি সিদ্ধান্ত হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি কেন্দ্রের সুত্রে।
শুধু কেন্দ্র নয় রাজ্য সরকারগুলিও বিদেশী সংস্থার কাছ থেকে এই ধরণের জীবনদায়ী সামগ্রী বা ওষুধপত্র সংগ্রহ করতে পারবে।উল্লেখ্য, মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার শেষবার বিদেশী সাহায্য গ্রহণ করে ২০০৪ সালে সুনামির পরে। ১৬ বছর পর বদল হল তার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584