নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের দাপটে জেরবার জনজীবন। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি বা আইআইটিতে ভর্তির জন্য যোগ্যতার মাপকাঠিতে বেশকিছু শিথিলতা ঘোষণা করলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’।
নিজের টুইটার হ্যান্ডেলে মন্ত্রী ঘোষণা করেন যে, যৌথ প্রবেশিকা বা জেইই, অ্যাডভান্সড-এ উত্তীর্ণ হওয়া ছাড়া শিক্ষার্থীদের আর তাদের স্কুল বোর্ডের পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকার দরকার নেই। প্রসঙ্গত, আইআইটিতে ভর্তির জন্য প্রার্থীদের জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড পরীক্ষা দিতে হয়। আর তার সঙ্গে উচ্চমাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর এবং ২০ শতাংশ নম্বর থাকতে হয়।
আরও পড়ুনঃ নাড়ি দেখেই চিহ্নিত হবে রোগ, ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির প্রচারে পর্যটন মন্ত্রক
কিন্তু করোনার কারণে বোর্ডের কয়েকটি পরীক্ষা বাতিল হওয়ায় এবং শিক্ষার্থীরা কম নম্বর অর্জন করায় ৭৫ শতাংশ নম্বরের মানদণ্ড শিথিল করেছে জয়েন্ট অ্যাডমিশন বোর্ড বা জেএবি। পোখরিয়াল বলেছেন, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীরা যে নম্বরই পাক না কেন কেবল জেইই অ্যাডভান্সড পরীক্ষায় উত্তীর্ণ হলেই আইআইটি-তে ভর্তির যোগ্য হতে পারবে।
আরও পড়ুনঃ ৬টি শহর থেকে ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় কোনও বিমান না পাঠাতে অনুরোধ মুখ্যসচিবের
এদিকে, দেশে করোনার জেরে অনলাইনে পড়াশুনার উপর জোর দেওয়া হলেও এখনও দেশের ৪০ শতাংশ ছাত্রছাত্রীদের কাছে অনলাইন শিক্ষা পৌঁছায়নি। তাদের কাছে অনলাইন শিক্ষা পৌঁছে দেওয়াই এখন সরকারের কাছে চ্যালেঞ্জ। পোখরিয়াল বলেন, ‘অনেকেরই স্মার্টফোন নেই। থাকলেও কোথাও কোথাও নেটের সমস্যা থাকে। তাই টেলিভিশনের মাধ্যমে শিক্ষা দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584