নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর মাথায় রেখে আইপিএলের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে বিসিসিআই। সেই জায়গায় আসতে পারে পরিবর্তন। বিসিসিআই সূত্রের খবর, ২৬ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত আইপিএলের যে সূচি তৈরি হয়েছিল। তা এগিয়ে আনা হচ্ছে.খুব সম্ভবত সাত দিন এগিয়ে ২০২০-র আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল ৮ নভেম্বরই হবে।
সম্প্রচার সংস্থা চাইছিল বিজ্ঞাপন ও টিভি রেটিংয়ের জন্য দিওয়ালি সপ্তাহটা ম্যাচ করতে । ১৪ নভেম্বর দিওয়ালির দিন আইপিএল ফাইনাল রাখতে চেয়েছিল টিভি সম্প্রচার সংস্থা। তাদের দাবি ছিল ক্ষতি খানিকটা লাঘব হবে। কিন্তু সৌরভের বোর্ড আইপিএল ফ্রাঞ্চাইজিদের দাবী থেকে বিরাট কোহলি দের স্বার্থ বড় করে দেখছে। তাই ৮ নভেম্বর আইপিএল শেষ হলে দুবাই থেকে সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যাবে ভারতীয় দল।
১০ তারিখের মধ্যে ডনের দেশে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে। বিসিসিআই জানায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আইপিএল চললে বিরাটদের টেস্ট সিরিজের প্রস্তুতিতে বেঘাত ঘটবে। একসপ্তাহ এগিয়ে আইপিএল ১৯ সেপ্টেম্বর শুরু হলে ৫১ দিনের টুর্নামেন্ট হবে। তাতে সবারই লাভ হবে। ৫১ দিনের আইপিএলের পূর্ণ টুর্নামেন্টও চলবে। দিনে দুটো করে ম্যাচ বেশি করতে হবে না। রাতের ম্যাচ ভারতীয় সময় রাত ৮টাতেই হয়তো শুরু হবে। যা আমিরশাহির সময় সন্ধে সাড়ে ছ’টায়।
আরও পড়ুনঃ বর্ণবৈষম্য মানসিকতার ওপর নির্ভর করেঃ সঙ্গাকারা
কিন্তু দল মালিকরা বোর্ডের যুক্তি এখনও মানছেন না বিভিন্ন দলের মালিকরা। ২০ আগস্টের মধ্যে দলগুলোকে আমিরশাহির বেস ক্যাম্পে পৌঁছে যেতে হবে। সেখানে আইসিসিইর মাঠ ও ইন্ডোর ভাড়া নেবে বিসিসিআই। আমিরশাহিতে স্বাস্থবিধি ঠিক থাকলে আইসোলেশোনে না থাকলেও হবে। জৈব সুরক্ষিত পরিবেশে চলবে দলগুলোর অনুশীলন। সব দলের ক্যাম্পই দুবাইয়ে করতে চাইছে ভারতীয় বোর্ড।
আরও পড়ুনঃ এবার আইপিএলে দেখা যেতে পারে ভার্চুয়াল ধারাভাষ্য
ভারত থেকেই কোয়ারেন্টাইন পর্ব শেষ করে করোনা পরীক্ষা করিয়ে বিমানে উঠবে সব দল। বিদেশি ক্রিকেটাররা নিজেদের দেশ থেকেই যোগ দিতে পারবে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহের আইপিএল কমিটির বৈঠকের ব্লু প্রিন্ট এমনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584