‘মীরাক্কেল’-এ বিচারক বদল!এবার পাওলি সোহম রুদ্রনীল

0
164

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

দিনকয়েক আগেই শ্রীলেখা মিত্রর সোশ্যাল মিডিয়া পোস্টের মারফত জানা গিয়েছিল তিনি আর আগামী সিজনে থাকছেন না ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-এ বিচারকের আসনে। তবে, বিচারকের আসনের যে এমনতর অদলবদল ঘটবে তার আন্দাজ পাওয়া যায়নি একেবারেই।

Rudraneel Ghosh | newsfront.co
রুদ্রনীল ঘোষ

বদলে যাচ্ছে তিন বিচারকেরই নাম। পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত এবং শ্রীলেখা মিত্রর জায়গায় আসছেন রুদ্রনীল ঘোষ, পাওলি দাম এবং সোহম চক্রবর্তী।

Paoli Dam | newsfront.co
পাওলি দাম

রুদ্রনীল আর সোহমের সেন্স অফ হিউমার নিয়ে কোনও কথা বলার দরকার পড়ে না। তাঁদের রসবোধের কথা আমজনতার কাছে অজানা নয়। পাওলি মিষ্টি ইমেজের মানুষ। সিরিয়াস অভিনয়েই বেশি অভ্যস্ত।

SohamChakraborty | newsfront.co
সোহম চক্রবর্তী

তবে, সম্প্রতি ‘সাঁঝবাতি’ ছবিতে নিজেকে অন্যভাবে প্রমাণ করেছেন তিনি। তিনি এবার বসবেন রসবোধ বিচারে। সুতরাং অন্যভাবে ফের হাজির হবেন পাওলি, বলাই বাহুল্য।

আরও পড়ুনঃ রাহুল এবার ডঃ মোহিম সেন

শো-এর একেবারে গোড়ার দিকে মীরাক্কেলের সঙ্গে যুক্ত ছিলেন রুদ্রনীল। গ্রুমিং করেছেন প্রতিযোগীদের। এমনকী বিচারকের আসনেও দেখা গিয়েছিল রুদ্রনীলকে। এবার আরও একবার একই ভূমিকায় একই প্ল্যাটফর্মে ফিরছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই শুটিং ফ্লোরে যাবে টিম মীরাক্কেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here