নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আমদানি নিয়ম শিথিল করে পেঁয়াজের দাম কমাতে উদ্যোগী সরকার। ১৫ ডিসেম্বর পর্যন্ত আমদানির কঠোর নিয়মগুলি শিথিল করার পিছনে বিহার নির্বাচনই কারণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দেশে অগ্নিমূল্য হয়েছে পেঁয়াজ, বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত।

সরকারি সূত্রে বেশ কয়েকটি দেশের ভারতীয় হাইকমিশনকে জানানো হয়েছে পেঁয়াজ আমদানি করার সুবিধার্থে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করতে। সরকারের আশা খরিফ পেঁয়াজ শীঘ্রই বাজারে আসতে শুরু করবে এবং বাড়তে থাকা এই দাম হয়তো কিছুটা হলেও কমবে। রাজনৈতিক মহলের ধারণা, সামনেই বিহারে নির্বাচন এর কথা মাথায় রেখে সরকার আপাতত পেঁয়াজের আমদানি বাড়াতে উদ্যোগী হয়েছে।
আরও পড়ুনঃ মহাষষ্ঠীর দিনে বাংলায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন করলেন মোদী
পেঁয়াজের খুচরো বাজারে দাম ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন অনুসারে, গত ১০ দিনে কেজি প্রতি পেঁয়াজের দাম ১১ টাকা ৫৬ পয়সা বেড়ে সর্বভারতীয় খুচরো মূল্য কেজিতে ৫১ টাকা ৯৫ পয়সা হয়েছে।
আরও পড়ুনঃ গঙ্গাদূষণ রোধে পুকুরে প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত, রাজ্যের দূষণ নিয়ন্ত্রক বোর্ডের
যা এ বছরে কেজি প্রতি দামের তুলনায় প্রায় ১২.১৩ শতাংশ বেশি। ১৪ সেপ্টেম্বর খারিফ পেঁয়াজ বাজারে আসার আগে সাধারণ মানুষ যাতে পেঁয়াজ কিনতে পারেন, তাঁর জন্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল কেন্দ্র।
বুধবার মন্ত্রকের তরফে বিবৃতিতে জানান হয়েছে যে, পেঁয়াজ আমদানির সুবিধার্থে সরকার ১৫ ডিসেম্বর পর্যন্ত প্ল্যান্ট কোয়ারানটাইন অর্ডার, ২০০৩ এর অধীনে ফাইটোস্যানিটারি সার্টিফিকেটে ফিউমিগেশন ও অতিরিক্ত ঘোষণার শর্ত শিথিল করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584