সঙ্ঘের রাজ্য সংগঠনে বড়সড় বদল, উচ্চপদে এলেন দিলীপ ঘনিষ্ঠ সুব্রত

0
50

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

রাজ্য বিজেপির পরে এবার আরএসএস-এর রাজ্য সংগঠনে বড়সড় রদ বদল। ক্ষেত্র প্রচার প্রমুখের দায়িত্ব পেলেন সুব্রত চট্টোপাধ্যায়। কয়েক মাস আগে পূর্বভারতীয় ক্ষেত্রের সম্পর্ক প্রমুখের দায়িত্বে আনা হয়েছে বিদ্যুৎ মুখোপাধ্যায়-কে। কেশব ভবনে একটি বৈঠকে শনিবার এই বদলের কথা ঘোষণা করলেন ক্ষেত্র সংঘচালক অজয়কুমার নন্দী।

RSS sangha
প্রতীকী ছবি

উল্লেখ্য, দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর রাজ্য বিজেপির বড় দায়িত্বে নিয়ে আসেন সুব্রত বাবুকে। এমনকি পরবর্তীতে অমলেন্দু চট্টোপাধ্যায়কে সরিয়ে তাঁকে দলের রাজ্য সংগঠনের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির বেনজির সাফল্যের পিছনে মুকুল রায়ের রাজনৈতিক কৌশলের পাশাপাশি দিলীপ-সুব্রত জুটির সাংগঠনিক পরিকল্পনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আরও পড়ুনঃ দিল্লিতে ম্যালেরিয়ায় আক্রান্ত বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়

তবে দলীয় সূত্রে জানা যায়, মুকুল রায় সঙ্ঘের ভাবধারায় অভ্যস্ত না হওয়ার কারণেই দিলীপ-সুব্রত জুটির সঙ্গে তাঁর সম্পর্ক কোনদিনই মধুর হয়নি। যে কারণেই এলগিন রোডে নিজের বাড়িতেই আলাদা অফিস হয় মুকুলের।

আরও পড়ুনঃ ‘শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক বদলে যাবে সুগার পাউডারে’, বিস্ফোরক মন্তব্য মহারাষ্ট্রের মন্ত্রীর

বিজেপির অন্দরের খবর, মূলত মুকুল গোষ্ঠীর সঙ্গে বিরোধিতার জেরেই গত বছর রাজ্য বিজেপির পদ থেকে সরে যেতে হয় সুব্রতকে। তবে মুকুল তৃণমূলে ফিরে যাওয়ায় সেসব এখন অতীত। তাই আরএসএস-এর উচ্চ পদে সুব্রতর অভিষেকের ফলে রাজ্যে দিলীপ ঘোষের প্রাধান্য বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here