ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে অন্য সুর বদল অধীর রঞ্জন চৌধুরীর। গত মঙ্গলবার সংসদে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ও বিজেপির অমিত শাহের মধ্যে জম্মু-কাশ্মীর নিয়ে বিতর্ক যখন চরমে ঠিক সেই সময় অধীর রঞ্জন চৌধুরী জম্মু-কাশ্মীরকে অভ্যন্তরীণ বিষয়ে নয় বলে মত পোষণ করেন।
অধীর চৌধুরী মতকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। আজ সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে অধীর চৌধুরী ড্যামেজ কন্ট্রোল রোল পালন করেন। তিনি আজ বলেন জম্মু-কাশ্মীর অভ্যন্তরীণ বিষয়।
বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই কে তিনি জানান , “আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও দেশের হস্তক্ষেপের অধিকার নাই। আমাদের সরকার কীভাবে দেশ পরিচালনা করতে চায় তা আমাদের উপর নির্ভর করে। দেশের মধ্যে কোন আইনটি পাস করতে হবে তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের দেশের রয়েছে।”
উল্লেখ্য গত মঙ্গলবার কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও সংবিধান পুনর্নবীকরণ এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুঁড়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন ,‘‘আমার মনে হয় না, আপনি পাক অধিকৃত কাশ্মীরের কথা ভেবেছেন। আপনি সব নিয়ম ভেঙেছেন। একটা রাজ্যকে রাতারাতি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছেন। জম্মু-কাশ্মীর কীভাবে আভ্যন্তরীণ বিষয় হতে পারে, যেখানে এটা দ্বিপাক্ষিক ইস্যু। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের গৃহবন্দি করেছেন।কেন এই পরিস্থিতি তৈরি হল?’’
আরও পড়ুনঃ কোচবিহার বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে ফিরল রাজ্য পুলিশ
অধীরের এই কথার প্রসঙ্গে অমিত শাহ প্রশ্ন করেন,”কেন আপনি মনে করেন না, এটা আভ্যন্তরীণ বিষয়?”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584