জীবনের ঝুঁকি নিয়ে কাজ স্বীকৃতি পেল! পুলিৎজার পুরস্কারে ভূষিত তিন কাশ্মীরি চিত্রগ্রাহক

0
136

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

Dara Singh | newsfront.co
দারা ইয়াসিন।ছবিঃ টুইটার

এই মুহূর্তে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা পৃথিবী। অসুস্থ ভারতও। এরই মধ্যে এল সুখবর।

Image | newsfront.co
দারা ইয়াসিনের তোলা ছবি

২০২০ সালের পুলিত্‍জার পুরস্কার ফিচার ফোটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হলেন সংবাদমাধ্যমের তিন ফোটোগ্রাফার। জীবনকে বাজি রেখে দিনের পর দিন অনন্য সব চিত্র নিজেদের ক্যামেরায় ফ্রেমবন্দি করেন কাশ্মিরী ফোটোগ্রাফার দার ইয়াসিন, মুখতার খান এবং ছান্নি আনন্দ।

Chhanni Anand | newsfront.co
ছান্নি আনন্দ। ছবিঃ টুইটার

নিজেদের জীবনের পরোয়া না করে কখনও বনধের মধ্যে, কখনও অপরিচিতদের বাড়িতে আশ্রয় নিয়ে আবার কখনও সবজির বস্তায় ক্যামেরা লুকিয়ে এই তিন চিত্রগ্রাহক প্রতিবাদ, বিক্ষোভ, পুলিশ, আধাসামরিক বাহিনী এবং উপত্যকার রোজনামচার ছবি ক্যামেরাবন্দি করেছেন। তাদের এই কাজ সত্যিই প্রশংসনীয়।

Chhanni anands photo | newsfront.co
ছান্নি আনন্দের তোলা ছবি

সাধারণত নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক এলাহি অনুষ্ঠানে প্রতি বছর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তবে এই বছর করোনার কারণে সব নিয়মই বদলে যেতে বাধ্য হচ্ছে।

Mukhtar Khan | newsfront.co
মুখতার খান। ছবিঃ টুইটার

Mukhtar Khan image | newsfront.co
মুখতার খানের তোলা ছবি

তাই সোমবার পুলিত্‍জার বোর্ডের প্রধান ডানা ক্যানেডি বিজয়ীদের নাম ঘোষণা করেন ইউটিউবে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here