নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পুনের বেসরকারি হসপিটালে এক চিকিৎসকের কথা মেনে এক সাড়ে চার বছরের শিশুকে পোলিও টিকা দিতে নারাজ শিশুটির মা ও বাবা এবং পোলিও টিকা দিতে আসলে হেনস্থার শিকার হতে হয় বহরমপুর ডেপুটি সিএমওএইচ ১, ফরাক্কার বিএইচএমও সহ আশাকর্মীদের, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ ফরাক্কার পলাশীর এলাকায়।
রবিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কার পলাশী এলাকায় শেখর সাহার সাড়ে চার বছরের ছেলেকে বাড়িতে পোলিও টিকা দিতে আসে আশা কর্মীরা সেই সময় ওই শিশুটিকে পোলিও টিকা দিতে রাজি হয়না শিশুটির মা ও বাবা, তারপর আশা কর্মীরা এই পুরো বিষয় নিয়ে তাঁদের সিনিয়র কর্তৃপক্ষদের জানান। এরপর শেখর সাহার বাড়িতে আসেন বহরমপুরের ডেপুটি সিএমওএইচ ১ ও ফরাক্কার বিএইচএমও এবং পরিবারের লোকজন ও শিশুটির বাবা মায়ের সাথে কথা বলে শিশুটিকে পোলিও টিকা নেওয়ার জন্য অনুরোধ করেন ।
শেখর সাহা ও ওনার স্ত্রী তাঁদের বক্তব্য, কাজের সূত্রে পুনেতে থাকাকালীন পুনের এক বেসরকারি হসপিটালের চিকিৎসক পোলিও টিকা নিতে মানা করেছেন। তাই তাদের দাবি যে পুনের ওই চিকিৎসকের সাথে কথা বলার পরই পোলিও টিকার খাওয়ানোর কথা ভাববো। তারপর ডেপুটি সিএমওএইচ ১, ফরাক্কার বিএইচএমও ও আশা কর্মীরা শিশুটিকে পোলিও টিকা খাওয়ালে কি কি সুবিধা হবে সেই কথা বোঝাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় ডেপুটি সিএমওএইচ ১,ফরাক্কার বিএইচএমও ও আশা কর্মীদের।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা পরিদর্শনে রাণীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন
এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফরাক্কা থানার আইসি কিশোর সিনহা চৌধুরী, সহ ফরাক্কা বিডিও সঞ্জয় বিশ্বাস। তারপর ওই শিশুটির মা, বাবা এবং পরিবারের লোকজনের সাথে কথা বললে শিশুটির মা ও বাবা জানায় পুনের চিকিৎসক পোলিও টিকা খাওয়াতে মানা করেছেন আমরা আগে পুনের চিকিৎসকের সাথে কথার বলবো তারপর আমরা পোলিও টিকা খাওয়ানোর কথা ভাববো।
আরও পড়ুনঃ নবনাট্য সংস্থা ও রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে কমিউনিটি কিচেন চালু হল কান্দিতে
তারপর ফরাক্কার প্রশাসনের কথাই পোলিও টিকা নিতে রাজি না হওয়ায়, ফরাক্কার প্রশাসন শেখর সাহার বাড়ি থেকে ফিরে যান, এবং প্রশাসনের তরফ থেকে জানানো হয় শিশুটির পোলিও টিকা নেওয়ার বিষয়টা ঠিক বুঝতে পারছেননা শিশুটির মা বাবা, আগামীদিনে পোলিও টিকার গুরুত্ব বুঝতে পারলে শিশুটিকে পোলিও টিকা করণ দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584