নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা আবহ কাটিয়ে দীর্ঘদিন পর আজ, বুধবার শুরু হওয়ার কথা রাজ্য বিধানসভার সংক্ষিপ্ত অধিবেশন। কিন্তু বুধবার অধিবেশন শুরুর দিনই বিক্ষোভে উত্তপ্ত হল বিধানসভা চত্বর। বিধানসভা অভিযান করে শিক্ষক মুক্তমঞ্চ।
বেলা ১১টা নাগাদ বিধানসভার ভিভিআইপি গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা। বিধানসভার গেটের উপরেও উঠে পড়েন তাঁরা, অবরুদ্ধ হয়ে পড়ে বিধানসভার ভিভিআইপি গেট। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
জানা গিয়েছে, প্রাণীমিত্র, প্রাণীবন্ধু, এসএসকে, এমএসকে, পার্শ্বশিক্ষকরাই শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্য। বেতন কাঠামোর উন্নতি, সবতেন সমান সুবিধা-সহ একাধিক দাবিতে তাঁদের আজকের বিধানসভা অভিযান।
আরও পড়ুনঃ উল্টো জাতীয় পতাকা উত্তোলন বিজেপি রাজ্য সভাপতির! খোঁচা অনুব্রতর
প্রথমে তাঁরা হাইকোর্টের বাইরে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখান থেকেই বিধানসভা অভিযান করেন তাঁরা। অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা চত্বর। তাঁদের ঠেকাতে ৬ নম্বর গেট বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা। সেই গেট টপকেও ভিতরে ঢোকার চেষ্টা করেন কেউ কেউ, যদিও পুলিশ আটকে দেয় তাঁদের।
আরও পড়ুনঃ অমিত সফরের আগের দিনই কালীঘাটে সাংসদ বিধায়কদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
এরপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার দাবিতে বিধানসভার বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। এদিকে, তৃণমূলের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিরোধীদের দিকে।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘এটা নতুন কোনও ঘটনা নয়। এর আগে বিধানসভায় ঢুকে জ্যোতি বসুকে তাড়া করা হয়েছিল। তিনি অন্য গেট দিয়ে পালিয়েছিলেন। তবে আমি বলব, বিধানসভায় সর্বদল থাকে। তাহলে সেখানে কার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে?’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584