উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কৃষিমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজার সংগঠনের সম্মেলনে হয় এই উত্তেজনা।
সারা বাংলা ঠিকা শ্রমিক সংগঠন এসএলও-র অনুষ্ঠানে সোমবার তীব্র উত্তেজনা ছড়ায়। সোমবার এই সংগঠনের বেতন ঘোষণার দিন ছিল। কিন্তু বেতন ঘোষণা হয়নি। ফিরহাদ হাকিম, মলয় ঘটক-সহ মন্ত্রীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বকেয়া বেতনের দাবিতে তাঁদের সামনেই শুরু হয় গণ্ডগোল। চলে চেয়ার ছোঁড়াছুড়ি।
জানা গিয়েছে, এদিন মলয় ঘটক বক্তব্য শুরু করা মাত্রই উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা বুঝতে পারেন আজও বেতন কাঠামো ঘোষণা হবে না। এরপরই উত্তেজনা ছড়ায়। মন্ত্রীদের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ঠিকা শ্রমিকরা।
আরও পড়ুনঃ অর্মত্য সেনের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ বাংলার বুদ্ধিজীবীদের
পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই মন্ত্রীরা বেরিয়ে যায় নেতাজি ইন্ডোর ছেড়ে। বিক্ষোভকারীরা বাইরে এসে পথ অবরোধ করেন। উত্তেজনা ছড়ায় এলাকায়। এক ঘন্টার উপর চলে রাস্তা অবরোধ। তৈরি হয় যানজট। এরপরই পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করা হয়।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তাই নন্দীগ্রাম যাবেন নাঃ দিলীপ ঘোষ
জানা গিয়েছে, পুলিশের তরফে ৪ জনের একটি প্রতিনিধি দলকে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিধি দল শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করতে গিয়েছে ইতিমধ্যেই। তাঁরা ফিরেই বাকিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584