সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার কেওড়াডেঙ্গা অঞ্চলে দঁড়ি কেওড়াডেঙ্গা গ্রামে গত বুধবার ঘূর্ণিঝড়ে রাস্তার পাশে থাকা একটি মেহগনি গাছের ডাল ভেঙ্গে পরে বিশ্বজিত মণ্ডলের বাড়িতে। সেই কারণে বিশ্বজিত মণ্ডল স্থানীয় সদস্য ও প্রধানকে লিখিত অভিযোগ দায়ের করে যে তার ঘরের কাছ থেকে গাছটি কাটার জন্য। কারণ যে ভাবে ঘূর্ণি ঝড় হচ্ছে যে কোন সময়ে বিপদে পরতে পাড়ে তার ঘর।
এরপর পঞ্চায়েত সদস্য গাছ কাটার জন্য লোক পাঠালে বিজেপির লোকজন বাধা দেয় বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের বাড়িতে রাত্রি নটার সময়ে কিছু জন হাজির হয় ও সেই সদস্যকে তুলে আনার চেষ্টা করে, সদস্যের দাবি যারা গিয়েছিলো তাদের হাতে রড ,লাঠি, অস্ত্র ছিল। কোন রকমে পালিয়ে বাঁচেন ও প্রধানকে সমস্ত বিষয় জানান। তারপর বিষ্ণুপুর থানার পুলিশ মোতায়েন হয়েছে আজ সকালে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে চাল কালোবাজারি করতে গিয়ে আটক এক ব্যক্তি
বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ, গাছ কাটতে বারণ করাতে এক জনকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা জানতে গেলে আমাদের উপর চড়াও হয়। এরপর আজ সদস্য সহ প্রধান বাইরের লোকজনেদের নিয়ে বিজেপির বাড়িতে বাড়িতে চড়াও হয়ে মারধর করে। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির কর্মী সমর্থকেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584