মোবাইল গেম নিয়ে বচসা, গড়িয়াহাটে বন্ধুর পেটে ছুরি চালিয়ে গ্রেফতার যুবক

0
50

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

মোবাইল বা কম্পিউটার গেম মানুষের মনে কতটা প্রভাব ফেলে, তার প্রমাণ গড়িয়াহাটে ডোভার টেরেসের ঘটনা। এই মুহূর্তে অনলাইনে অন্যতম জনপ্রিয় মোবাইল গেম ‘পাবজি’। তাতে বিভিন্ন গ্রুপ বানিয়ে খেলে কিশোর-যুবকেরা।

murder | newsfront.co
প্রতীকী চিত্র

এমনই একটি ‘পাবজি’ গ্রুপ থেকে বের করে দেওয়া নিয়ে গড়িয়াহাটে বন্ধুর পেটে ছুরি দিয়ে মেরে খুনের চেষ্টা করল আরেক বন্ধু। মঙ্গলবার রাতের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সানি নামে অভিযুক্ত যুবককে।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে মর্গে প্যাক করা দুই মৃতদেহ অদলবদলের জেরে তুলকালাম এনআরএসে

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত যুবক ও অভিযুক্ত সানি দুজনেই ওই এলাকারই বাসিন্দা এবং ‘পাবজি স্কোয়াডে’র সদস্য। খেলার সময়ে পয়েন্ট অর্জনে সানি ঠিকমতো সহযোগিতা করছে না, এমন অভিযোগ উঠেছিল। তাই সব গ্রুপ সদস্যের অনুমতিক্রমে আক্রান্ত যুবক সানিকে গ্রুপ থেকে বার করে দেন বলে অভিযোগ।

তা নিয়ে প্রথমে দু’জনের মধ্যে বাঁধে বচসা। বাড়ি থেকে বেরিয়ে এসে ওই যুবককে বাড়ির সামনে দাঁড়িয়ে চেঁচামেচি করতে থাকে সানি। তারপর তা হাতাহাতিতে গড়ায়। আচমকাই সানি যুবকের পেটে ছুরি চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সেই যুবক। সানি ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ। এলাকা থেকেই সানিকে গ্রেফতার করা হয় এবং আক্রান্ত ওই যুবককে এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, মোবাইল গেম খেলা নিয়ে উন্মাদনা চরমে ওঠার জেরেই এরকম ঘটনা ঘটেছে। যেভাবে ছুরি চালানো হয়েছে তাতে প্রাণহানির সম্ভাবনাও ছিল। জেরায় সানি জানিয়েছে, আচমকা তাকে গ্রুপ থেকে বের করে দেওয়ার বিষয়টি সে মেনে নিতে পারেনি। তাই রাগের বশে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here