নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিলের চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিলি করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা গ্রাম। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের উত্তর খোদাসুর শিশু শিক্ষা কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, সঠিক প্রক্রিয়ায় চাল, ডাল পড়ুয়াদের মধ্যে বন্টন করা হচ্ছে না। এমনকি দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা কেন্দ্র খোলা থাকাকালীন পঠনপাঠনও ঠিকভাবে হয় না বলে অভিযোগ। এলাকার বাসিন্দাদের পক্ষে মহম্মদ আলম বলেন, এর আগের বরাদ্দ চাল সঠিকভাবে পড়ুয়াদের দেওয়া হয়নি। তার হিসেব দিতে হবে। তবে তারা বিক্ষোভ থেকে সরে দাঁড়াবেন।
আরও পড়ুনঃ স্যানিটাইজার ছাড়াই বিলি চাল,আলু
ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গোয়ালপোখর থানার ওসি বিশ্বনাথ মিত্র। তিনি তাদের আশ্বস্ত করে জানান, সংশ্লিষ্ট বিষয়ে কোন অসুবিধে থাকলে তারা যেন বিডিও -র দ্বারস্থ হন। শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়িকা জানিয়েছেন তিনি নিয়ম মেনেই সব কিছু করছেন। এ ধরনের অভিযোগ ঠিক নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584