বচসা থেকে হাতাহাতি, উত্তেজনা আরজিকর হাসপাতালে

0
57

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রোগীর কাছে খাবার পৌঁছে দেওয়া নিয়ে টাকা দাবি করেন নার্সরা। তারপরেও সব সময় সে খাবার পৌঁছে দেওয়া হয় না। শনিবার দুপুরে এমনই অভিযোগে আচমকাই উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার আরজিকর হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোগীদের পরিবারের লোকজনের ওপরে লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে।

rg kar hospital | newsfront.co
ফাইল চিত্র

রোগীর পরিবারের লোকজনদের দাবি, রোগীর কাছে খাবার পৌঁছে দেওয়ার বিনিময়ে পরিজনদের কাছ থেকে টাকা নিচ্ছে খোদ হাসপাতালের নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। আগে নির্দিষ্ট সময়ে রোগীদের সঙ্গে দেখা করতে পারতেন পরিজনরা। সেই সময় প্রয়োজন মতো খাবারও রোগীর কাছে পৌঁছে দিতে পারতেন। তবে করোনা আবহে সংক্রমণ এড়াতে রোগীর পরিজনদের সঙ্গে দেখা সবসময় করতে দেওয়া হয় না।

আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি বোঝাপড়া রয়েছেঃ বিমান বসু

রোগীর পরিবারের দাবি, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই সুযোগকে কাজে লাগিয়ে রোগীর কাছে খাবার পৌঁছে দেওয়ার বিনিময়ে কখনও ৫০০ আবার কখনও ৬০০ টাকা দাবি করছে। রোগীর পরিজনেরা দাবিপূরণ না করলে খাবার পৌঁছেও দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ।

আরও পড়ুনঃ একুশের ভোটের আগে প্রকাশ্যে এল সাধন-পরেশের দ্বন্দ্ব

বিভিন্ন সূত্র মারফত এই ঘটনা জানতে পেরে এবং ক্রমাগত টাকা দিতে না পেরে শনিবার একজোট হয়ে হাসপাতালের তিন নম্বর দরজার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলে। পরিস্থিতি বেগতিক বুঝে পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েক দফায় লাঠিচার্জও করে পুলিশ। তার ফলে বেশ কয়েকজন রোগীর আত্মীয় জখম হন। ঘটনাস্থলে মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here