শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনের মধ্যে মদের দোকানও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। কিন্তু নিজেদের মতো অনেকে যেমন দোকান খুলিয়ে বিক্রি করাচ্ছেন, তেমনই বিভিন্ন জায়গায় বেআইনি মদের দোকান খুলেও মদ বিক্রি করার অভিযোগ উঠল।
বুধবার দুপুরে এমনই ঘটনা ঘটলো বেলেঘাটা থানা নারকেলডাঙ্গা মেইন রোডে একটি মদের দোকান বেআইনিভাবে খোলা এবং সেখান ভিড় দেখে লাঠিচার্জ করতে হল পুলিশকে।
পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর সওয়া ২ টো নাগাদ ওই রাস্তায় বিসি রায় হাসপাতালের সামনে হঠাৎই লম্বা লাইন দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন, ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার জন্য এই লাইন। তারপরেই একটু খোঁজ নিয়ে ভুল ভাঙে অনেকের। দেখা যায়, মদের দোকানের জন্য এই লম্বা লাইন।
আরও পড়ুনঃ করোনার ত্রাণ সংগ্রহের নামে অনলাইন ব্যাঙ্ক জালিয়াতি, ট্যুইটারে সতর্কতা পুলিশ কমিশনারের
কে ওই দোকানদারকে দোকান খুলতে বললেন, বাসিন্দারাই বা কি ভাবে জমায়েত হলেন, সেই বিষয়ে কিছুই জানত না পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে বেলেঘাটা থানার পুলিশ ছুটে যায়। প্রথমে সরে যেতে বললেও বাসিন্দারা সরে যাননি। ফলে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। গ্রাহকরাও ইঁট পাটকেল ছুঁড়তে থাকে।
তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে নিয়ম বর্হিভূত ভাবে মদের দোকান খোলার জন্য মদের দোকানদারের বিরুদ্ধে মামলা করা হবে এবং তার লাইন্সেস বাতিল করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584