শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের বিকাশ ভবন অভিযানে ধুন্ধুমার করুণাময়ী

0
118

উজ্জ্বল দত্ত , কলকাতাঃ

বুধবার পুলিশের অনুমতি না এনেই হঠাৎ বিকাশ ভবন অভিযানে আসে ১৩ সংগঠনের শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। পুলিশ ঘটনার কথা আঁচ করতে পারেনি। পার্শ্ব শিক্ষকদের এই কর্মসূচিতে পুলিশের বাধা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল সল্টলেকের করুণাময়ী চত্বর। পুলিশের বাধা পেরিয়ে মিছিল এগোতে চাইলে দু’পক্ষের মধ্যে হাতাহাতি চলে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের অন্তত ৫০ জন সদস্যকে গ্রেফতার করেছে।

teachers | newsfront.co

দীর্ঘদিন ধরে বেতন কাঠামো উন্নতি-সহ একাধিক দাবিতে আন্দোলন করছে এসএসকে, এমএসকে, প্রাণীমিত্র, পার্শ্বশিক্ষক-সহ মোট ১৩টি সংগঠনের তৈরি শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ। জানুয়ারিতে একাধিক প্রতিবাদমূলক কর্মসূচি করেছেন তাঁরা। নবান্ন অভিযান, বিকাশ ভবন অভিযানে বারবার বাধা পাওয়া সত্ত্বেও কোনওভাবেই দমে যাননি সদস্যরা। তাঁদের দাবি নিয়ে হাই কোর্টে মামলাও চলছে।

আরও পড়ুনঃ কোলাঘাটে প্রবীণ নাগরিকদের টাকা ছিনতাইয়ের প্রতিবাদে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ স্থানীয়দের

এদিন সেই মামলার শুনানি ছিল, তবে নিষ্পত্তি হয়নি কোনও। আর তা শোনার পরই শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের প্রায় শ চারেক সদস্য সোজা আদালত থেকে চলে যান সল্টলেকের করুণাময়ীতে। সেখানে পুলিশের অনুমতি ছাড়াই জমায়েত করা হয়। এরপর ব্যানার নিয়ে বিকাশ ভবন অভিমুখে তাঁরা যাত্রা শুরু করেন। সেখানেই বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা তাঁদের আটকায়। কিন্তু সেই বাধা অগ্রাহ্য করেই এগিয়ে যেতে চাইলে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here