তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
আজ ভাকরিতে চালতিয়া বিল ভরাট করাকে কেন্দ্র করে রীতিমত উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। ভাকুড়ি মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য যারা মৎস্য ব্যবসায়ী সঙ্গে যুক্ত তারা জানালেন, চালতিয়া বিলে ট্রাক্টরের করে মাটি নিয়ে ভরাট করা হচ্ছে এবং কোন কথাই শুনতে রাজি হচ্ছে না তারা। আর তাই তারা একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছেন দীর্ঘদিন ধরেই কিন্তু এর কোন ব্যবস্থা হয়নি।
গ্রামবাসীরা জানালেন, গড়দর পাড়ার বাসিন্দা পেশায় সিভিক ভলেন্টিয়ার কাবাতুল্লাহ, সে দালালির কাজ করে। মাটি ফেলার পেছনেও তার মদত আছে বলে জানান তারা।
গ্রামবাসীদের বক্তব্য, যদি এই চালতিয়া বিল ভরাট করা হয় তাহলে প্রাকৃতিক বিপর্যয় হলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে, তাই কোনমতেই এই চালতিয়া বিল ভরাট করতে দেওয়া যাবে না। যদি প্রশাসন এর উপযুক্ত ব্যবস্থা না নেয় দীর্ঘতর আন্দোলন ও পথ অবরোধ করা হবে বলেও জানান গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584