নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
গত তিনদিন আগে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বর্তনাবাদ এলাকায় ঝড়বৃষ্টির সময় দেখতে পাওয়া যায় ওই পাখিটিকে। মুরসালীন নামের এক ব্যক্তি পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তখন থেকে গ্রামবাসীরা ভিড় করেন সেই অচেনা পাখিটিকে দেখতে।
প্রথমে স্থানীয়দের অনুমান ছিল যে ওই পাখিটি ময়ূর। আর সেই জন্যই এত ভিড়। যদিও পরে ইউটিউব মাধ্যমে স্থানীয় মানুষজন পাখিটির নাম জানতে পারেন যে, বাংলাদেশে কালিম পাখি নামে পরিচিত এই পাখি। যদিও পাখিটিকে বিক্রি করার কোনো উদ্দেশ্য নেই উদ্ধারকারীর বলে জানান স্থানীয় মানুষজন।
উদ্ধারকারী জানান যে, পাখিটাকে যেন তাকে পোষার জন্য দেওয়া হয়। তিনি আরো বলেন যে আমার কাছে অনেকজনই এসেছিল পাখিটিকে কেনার জন্য কিন্তু আমি বিক্রি করিনি আর করবোও না। আর একটা পাখি কিনে জোড়া করে পোষার কথা ভাবছিলাম। তবে যদি প্রশাসন চায় তাহলে নিয়ে যেতে পারেন।
আরও পড়ুনঃ পাথর হয়ে যাচ্ছে শরীর! বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশু
এই পাখির বিষয়ে স্থানীয় ডোমকল থানায় খবর দিলে তারা পাখিটিকে সযত্নে রাখার কথা জানিয়েছেন। বন দপ্তরের কর্মীদের জানানো হয়েছে ,তারা আসলে তাদের হাতে পাখিটিকে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584