কিষান সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাঁথি

0
105

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

west bengal government | newsfront.co
নিজস্ব চিত্র

কিষান সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নং ব্লকের কৃষি দফতর। গতকাল রাত থেকে কৃষি দফতরের সামনে, এলাকার হাজার হাজার কৃষক ভিড় জমাতে শুরু করে। সকাল ন’টার পরে সংখ্যা দাঁড়ায় প্রায় কুড়ি হাজারের বেশি। ফর্ম জমা দেওয়ার জন্য মাত্র চারদিন সময় বেঁধে দেওয়া হয়েছিল সরকারিভাবে। কাঁথি তিন নং ব্লকে প্রায় ৩২ হাজার কৃষক এই প্রকল্পের সুযোগ পেতে পারেন বলে জানানো হয়।

public | newsfront.co
নিজস্ব চিত্র
office | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ধূপগুড়িতে মাটি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান

আচমকা আজ এক দিনেই এত কৃষক একসঙ্গে জমা হয়। প্রথমত ভিড় সামাল দিতে নাজেহাল হয়ে যায় পুলিশ প্রশাসন থেকে স্থানীয় ব্লকের আধিকারিক। এর ফলে প্রাথমিকভাবে বিক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। গতকাল পর্যন্ত প্রত্যেকটি ফর্ম ভেরিফিকেশন করে দীর্ঘ সময় যাচ্ছিল জমা নিতে, আজ মারিশদা থানার ওসি ও কাঁথি তিন ব্লকের বিডিওর উদ্যোগে ফর্ম জমা নেওয়া হয়। দফতর পরবর্তীকালে ভেরিফিকেশনের কাজ করবে বলে জানানো হয়। এর ফলে ঘণ্টাখানেকের মধ্যেই প্রায় কুড়ি হাজার কৃষকের লম্বা লাইন নিমেষের মধ্যে মিলিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here