শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
অমরিন্দর সিং মন্ত্রীসভার কারিগরি শিক্ষা মন্ত্রী চরণজিত সিং চন্নি হলেন পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী, জানানো হল কংগ্রেসের পক্ষ থেকে। সাহিব বিধানসভার তিন বারের বিধায়ক চন্নি। শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। এর পর থেকেই মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চলছিল জল্পনা। কিছুক্ষণ আগে পাঞ্জাব কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী পদে চরণজিতের নাম ঘোষণা করা হল।
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেশ কয়েকজনের নাম উঠে আসে কাল থেকে, তালিকায় ছিল প্রবীন কংগ্রেস নেতা অম্বিকা সোনির নাম, উঠে আসে সুখজিন্দর সিংহ রনধাওয়ার নামও। শেষ পর্যন্ত চরণজিতের নামেই চূড়ান্ত সিলমোহর দেয় পঞ্জাব কংগ্রেস।
আরও পড়ুনঃ ঔপনিবেশিকতা নয়, বিচার প্রক্রিয়ার ‘ভারতীয়করণ’ প্রয়োজন, মত প্রধান বিচারপতির
উল্লেখ্য, পাঞ্জাবের দলিত রাজনীতির প্রধান মুখ চরণজিত। এবং এই প্রথমবার দলিত সম্প্রদায়ের কেউ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে অভিষিক্ত হলেন। জানা গিয়েছে রবিবারই রাজভবনে গিয়ে রাজ্যপাল বনোয়ারিলাল পুরোহিতের সঙ্গে দেখা করবেন চরণজিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584