পাত্রীর খোঁজে ম্যাট্রিমনি সাইটের দ্বারস্থ হয়ে লক্ষাধিক টাকা খোয়া গেল যুবকের

0
42

সুদীপ পাল,বর্ধমানঃ

বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে প্রতারিত হলেন বর্ধমানের এক যুবক৷

ম্যাট্রিমনি সাইটে টাকার বিনিময়ে প্রোফাইল আপলোড করেন যুবক।

Cheated youth at matrimonial site
ছবিঃ প্রতীকী

সেখানেই ইশাবেলা নামে এক মহিলার সাথে আলাপ হয়। প্রথমে সাইটের মাধ্যমে যোগাযোগ হলেও পরে ফোন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান হয়। দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে ক্রমশ। বিশ্বাস জন্মায় ইশাবেলা নামে এই মেয়েটির উপর। ইশাবেলা নিজেকে লন্ডনের বাসিন্দা বলে পরিচয় দেয়। এরপর সে ভারতে আসবে বলে জানায়। এরপর আচমকা ফোন করে ইশাবেলা জানায় সে ভারতে এসেছে। দিল্লি বিমানবন্দরে রয়েছে। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত লাগেজ এবং কারেন্সি আনার জন্য তাকে ফাইন করেছে।

ইশাবেলা একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেই অ্যাকাউন্টে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানার জন্য দিতে বলে। যুবক অতি দ্রুত সেই টাকা ঐ অ্যাকাউন্টে জমা করে। কিন্তু কিছুক্ষণ পরেই আবার ফোনে ২৫ হাজার টাকা জমা করতে বলে। কারণ জিজ্ঞাসা করলে বলে, ফাইনের টাকা বাড়িয়ে দিয়েছে৷ সেই টাকাও জমা করেন যুবক। ফের অন্য বাহানা দেখিয়ে আরও ৯৮ হাজার টাকা জমা করতে বলে। এবার সন্দেহ হয় যুবকের পরিবারের।

ইশাবেলার অবস্থান জানতে ভিডিও কল করতে চায় যুবক।কিন্তু তাতে অযথা সন্দেহ করা হচ্ছে এই কথা জানিয়ে ইশাবেলা নাকি অপমানিত বোধ করে ফোন কেটে দেয়। তারপরেই সুইচ অফ করে দেয় ফোনের।

আরও পড়ুনঃ টাকা ফেরতের দাবিতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও

অনেক বার ফোন করেও যোগাযোগ করা যায়নি। প্রতারিত যুবকের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ম্যাট্রিমনি সাইটের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা দায়িত্ব নিতে অস্বীকার করেন বলে অভিযোগ করে যুবকের পরিবার। এরপর ইশাবেলা ও যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল সেই অ্যাকাউন্টের মালিকের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন যুবক। তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here