প্রশিক্ষণ শেষে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা,অভিযোগ দায়ের থানায়

0
103

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

Cheating to students | newsfront.co
নিজস্ব চিত্র

স্কুল কলেজের পড়ুয়াদের চাকুরির পরীক্ষার প্রশিক্ষনের নামে বেসরকারি এক শিক্ষা-প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলো মালদায়।দুই বছরের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে কয়েকশো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে।

Cheating to students | newsfront.co
নিজস্ব চিত্র

কয়েক মাস ক্লাস করার পর ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা বুঝতে পারেন তাদেরকে প্রতারণা করা হচ্ছে।সেই ভুল ভাঙ্গার পরে পড়ুয়ারা পুলিশের দ্বারস্থ হয়েছেন।

আরও পড়ুনঃ চাকরির নামে প্রতারণা, ধৃত ৩

Cheating to students | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার দুপুরে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ইংরেজবাজার থানায় দ্বারস্থ হন ছাত্রছাত্রীরা।তাঁদের অভিযোগ, কাউকে নার্সের চাকরি, আবার কাউকে বেসরকারি সংস্থায় ভালো মাইনের কাজ পাইয়ে দেওয়ার নাম করে শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতারণা করেছে।

Cheating to student | newsfront.co
পুলিশের দ্বারস্থ প্রতারিত ছাত্রছাত্রীরা নিজস্ব চিত্র

একশোরও বেশি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১৭ হাজার টাকা করে ভর্তির জন্য নিয়েছে।প্রতারিত হয়ে এখন মাথায় হাত পড়ে গিয়েছে ওই বেসরকারি সংস্থার পড়ুয়াদের।

পুলিশের কাছে সুবিচার চেয়ে তারা অভিযোগ জানিয়েছেন।এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার সকাল থেকেই তালাবন্ধ অবস্থায় দেখা যায়।ফলে তদন্তে গিয়ে পুলিশকে ঘুরে আসতে হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here