কুল্পিতে পুজাে কমিটিগুলিকে চেক প্রদান

0
59

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

হাতে আর মাত্র কিছুদিন বাকি দুর্গাপুজাের। সকলে নতুন জামা-কাপড় কেনাকাটায় ব্যস্ত। আর সেই ব্যস্ততার মধ্যে প্যান্ডেল সাজানো,আলোক সজ্জা, ঠাকুর বসানো থেকে শুরু করে সবেতেই মহাব্যস্ত পুজাে কমিটির সদস্যরা। চিন্তার বিষয় একটাই অর্থের জোগান।

distribute | newsfront.co
চেক প্রদান। নিজস্ব চিত্র

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব ২০২০ উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুল্পি ব্লকের পুজাে কমিটিগুলোকে চেক বিতরণ করল কুল্পি থানার পুলিশ। আজ আইসি সমরেস ঘোষ, কুল্পি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তারকনাথ প্রামানিক,জেলা পরিষদের সহসভাধিপতি পূর্ণিমা হাজারীর উপস্থিতিতে পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

people | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন পনেরটি পুজাে কমিটিকে চেক তুলে দেওয়া হয়। কুল্পি থানার এগারোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে চেক দেওয়া হবে ৪৬টি পুজাে কমিটিকে। যা আনুষ্ঠানিক ভাবে কুল্পি থানায় চেক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করা হয়। কুল্পি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তারক নাথ প্রামানিক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা নিয়েছে তা স্বস্তির বার্তা দিয়েছে ক্লাব গুলিকে।

আরও পড়ুনঃ বালুরঘাটে দুঃস্থ আদিবাসী পরিবারদের বস্ত্রদান

করোনায় আবদ্ধ করেছে সাধারণ মানুষকে। ফলে বাঙালির পুজাে ঘিরে যে চিন্তার ভাঁজ কপালে জুটে ছিল তা কিছুটা হলেও কমেছে। সামনে পুজাে, কু্ল্পির সমস্ত মানুষকে সামাজিক দূরত্ব মেনে প্রতিমা দর্শনের বার্তা দেন তিনি। তারক বাবুর মতো একই সুর জেলা সহসভাধিপতির গলাতেও। প্রতিটি পুজাে মণ্ডপে করা নিরাপত্তা রাখার কথা বলেন কুল্পির ওসি সমরেস ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here