নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
প্রাণী পালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশের উদ্দেশ্যে মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের ২০১ টি জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ ও ১৫০ টি স্বয়ম্ভর গোষ্ঠীর হাতে গ্রুপ পিছু ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা করে লোন তুলে দিল নাবার্ড। আজ মুর্শিদাবাদের ডোমকলের প্রাণীসম্পদ বিকাশ ভবনের সভাগৃহে নাবার্ডের সিজে এম ডঃ এ আর খান, ডিডিএম কৌশল সিং, ডোমকলের মহকুমা শাসক ও রাষ্ট্রায়ত্ত এক ব্যাংকের আঞ্চলিক প্রধানদের উপস্থিতিতে এই মেগা লোন মেলায় চেক তুলে দেওয়া হয় গোষ্ঠীর মহিলাদের।
আরও পড়ুনঃ পছন্দমতো চাকরির এলাকা নির্বাচনের অধিকার নেই সরকারি কর্মচারীদের, জানাল আদালত
অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতির বিকাশে ক্ষুদ্র ঋণ ও প্রাণী পালনের উপকারিতা নিয়ে ডোমকলের মহকুমা শাসক শ্রী রাজীব মন্ডল এবং জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা শ্রীতনু মাইতি বিশদে আলোচনা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584