নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দুইদিনে দুটি মৃত চিতা বাঘ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মাদারিহাট বীরপাড়া ব্লকের লংকাপাড়া রেঞ্জের গেরগেন্ডা চা বাগানে।বৃহস্পতিবার সকালে ফের মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্যারগেন্ডা চা বাগানে একটি পূর্ন বয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়েছে।এদিকে পর পর বিষে মৃত্যু চিতাবাঘের দেহ উদ্ধারের ঘটনায় বনদফতরে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের লংকাপাড়া রেঞ্জের বনকর্মীরা গিয়ে বৃহস্পতিবার চিতা বাঘের মৃতদেহ উদ্ধার করে।স্থানীয়রা মৃত চিতা বাঘের দেহ দেখে বনদফতরে খবর দিলে বনকর্মীরা গিয়ে মৃতদেহ উদ্ধার করে।অপর দিকে গত দুই সপ্তাহে খাঁচা বন্দী হয়েছে দুটি, মৃত্যু হল দুটির চিতার এবং চিতার হানায় অকালে প্রাণ গিয়েছে দুটি বালকের।ডিএফও কুমার বিমল বলেন, বিষক্রিয়ায় চিতাটির মৃত্যু ঘটেছে।হয়ত একই খাবার খেয়েছিল তাই একদিন বাদে দ্বিতীয়টির মৃত্যু হয়েছে।প্রশিক্ষিত কুকুর দিয়ে আমরা তল্লাশি চালাচ্ছি।ক্যাম্প ও বসান হয়েছে। এফ আই আর করা হয়েছে। তবে আমরা এই মুহূর্তে কাউকে সন্দেহের মধ্যে রাখছি না।কারন ওখানে চিতার আক্রমনের কোন প্রাণ হানির ঘটনা ঘটেনি।তবে আমরা সব রকম তদন্ত চালাচ্ছি।
আরও পড়ুন: ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584